শেষ আপডেট: 7th February 2024 13:42
দ্য ওয়াল ব্যুরো: আমিষ খাবার নিয়ে চূড়ান্ত কড়াকড়ি হয়েছে অযোধ্যায়। রাম মন্দিরে চত্বরের পঞ্চকোশি মার্গে মদ এবং মাংস বিক্রি করা নিষিদ্ধ হয়ে গেছে। এদিকে একাধিক বড় বড় ফাস্ট-ফুড সংস্থা অযোধ্যাতেই নিজেদের শাখা খুলতে চায়। কিন্তু তারা আমিষ খাবার বিক্রি করায় অনুমতি দিচ্ছে না প্রশাসন। যদিও শর্তসাপেক্ষে অনুমতি মিলতে পারে বলে তাদের জানান হয়েছে।
রাম মন্দির থেকে প্রায় এক কিলোমিটার দূরে ডমিনোজ তাদের শাখা খোলার অনুমতি পেয়েছে। তবে এর জন্য কর্তৃপক্ষকে একটাই শর্ত মানতে হয়েছে যে, তারা আমিষ খাবার বিক্রি করতে পাবে না। অর্থাৎ, সম্পূর্ণ নিরামিষ খাবার বিক্রি করতে হবে তাদের। একইভাবে কেএফসি-কে এমনই শর্ত দেওয়া হয়েছে।
তবে শুধু কেএফসি এবং ডমিনোজ নয়, যেসব খাবারের সংস্থা অযোধ্যায় তাদের শাখা খুলতে চায় তাদেরই এই শর্ত মানতে হবে বলে জানিয়েছেন রাজ্য প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক। তিনি মনে করছেন, রাম মন্দির উদ্বোধনের পর যে মাত্রায় অযোধ্যায় পূণ্যার্থীর সংখ্যা বেড়েছে তাতে যে কোনও শর্তেই এই সংস্থাগুলি তাদের শাখা সেখানে খুলতে চাইবে।
জানা গেছে, উদ্বোধনের পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৩০ লক্ষের বেশি মানুষ অযোধ্যায় গেছেন রাম মন্দির দেখতে। শুধু রামলালার দর্শন নয়, মোটা অঙ্কের টাকা অনুদানও দিয়েছেন তাঁরা। অনুমান, প্রতি সপ্তাহে অন্তত ১০ থেকে ১২ লক্ষ মানুষ অযোধ্যায় আসতে পারেন আগামী কয়েক মাসে ধরে।