শঙ্কু ও স্বাস্থ্য, মহিলা ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী বীণা জর্জ
শেষ আপডেট: 4th February 2025 09:54
দ্য ওয়াল ব্যুরো: আর উপমা খেতে ভাল লাগছে না। অঙ্গনওয়াড়ির মেনুতে বিরিয়ানি আর চিকেন ফ্রাই চেয়ে অনুরোধ করেছিল শিশু। সেই ভিডিও ভাইরাল হতেই কেরলের শিশু পরিচর্যা কেন্দ্রগুলির খাদ্যতালিকায় পরিবর্তন আনার কথা ভাবছে রাজ্যের সরকার।
স্বাস্থ্য, মহিলা ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী বীণা জর্জ সোমবার তাঁর ফেসবুক পেজে শঙ্কু নামে ওই শিশুর অনুরোধের ভিডিওটি শেয়ার করেছেন। এবং বলেছেন যে অঙ্গনওয়াড়ির খাদ্যতালিকা সংশোধন করা হবে। তিনি বলেন, শিশুটি যেভাবে অনুরোধটি করেছে তা বিবেচনা করা হচ্ছে।
শঙ্কুর মা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, "শঙ্কুর পরামর্শ বিবেচনা করে মেনু পর্যালোচনা করা হবে।" তাঁর মতে শিশুদের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করার জন্য অঙ্গনওয়াড়ির মাধ্যমে বিভিন্ন ধরণের খাবার সরবরাহ করা হয়।
তিনি আরও বলেন, "এই সরকারের অধীনে, অঙ্গনওয়াড়ির মাধ্যমে ডিম এবং দুধ সরবরাহের একটি প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে। মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের সঙ্গে সমন্বয় করে, স্থানীয় সংস্থাগুলি অঙ্গনওয়াড়িগুলিতে বিভিন্ন ধরণের খাবার সরবরাহ করে।"
ভাইরাল ওই ভিডিওতে দেখা গিয়েছে, টুপি পরা শঙ্কু নির্দোষভাবে তার মাকে জিজ্ঞাসা করছে, "আমাকে উপমার পরিবর্তে অঙ্গনওয়াড়িতে 'বিরনানি' (বিরিয়ানি) এবং 'পরিচা কোঝি' (চিকেন ফ্রাই) খাওয়াতে হবে।" শঙ্কুর মা জানিয়েছেন যে বাড়িতে বিরিয়ানি খাওয়ার সময় যখন সে অনুরোধ করেছিল তখনই তিনি এই ভিডিওটি করেছিলেন, তারপর ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন, যেখানে এটি ভাইরাল হয়ে যায়।
শঙ্কুর অনুরোধে সাড়া দিয়ে অঙ্গনওয়াড়ির খাবারের তালিকায় যে পরিবর্তন আনার কথা মন্ত্রী জানিয়েছেন, তা দেখে আপ্লুত নেটিজেনরা। অনেকেই সাধুবাদ জানিয়েছেন এহেন সিদ্ধান্তকে।