শেষ আপডেট: 8th December 2024 23:44
দ্য ওয়াল ব্যুরো: কাজের সময় মোবাইলে বেশি নজর দেওয়া যাবে না। এমনই নির্দেশ কেরল হাইকোর্টের। আদালতের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, অফিসে এসে মোবাইল নিয়ে সময় কাটানোর দিন শেষ। কাজের সময় মোবাইলে গেম খেলা কিংবা অনলাইন শপিং একেবারেই করা যাবে না। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নজরদারির উপরে চাপানো হয়েছে বিধিনিষেধ।
জানা গেছে, হাইকোর্টের কর্মীদের জন্যই নয়া নিয়ম চালু করা হয়েছে। গত ২ ডিসেম্বর কেরল হাইকোর্টের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়। যেখানে কাজে ব্যাঘাত ঘটার কারণ দেখিয়ে অফিস টাইমে মোবাইল ব্যবহার একেবারে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের কর্মীদের।
আদালত জানিয়েছে, কাজের মধ্যেই কর্মীরা দীর্ঘক্ষণ সোশ্যাল মিডিয়া যেমন, ফেসবুক ও ইনস্টাগ্রামে বেশি সময় নষ্ট করছিলেন বলে জমা পড়ে অভিযোগ। পাশাপাশি কাজ ফাঁকি দিয়ে বাড়ছিল অনলাইন গেম খেলার নেশাও। সে কারণে আদালতের ভাবমূর্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বড় পদক্ষেপ নিল হাইকোর্ট।
নির্দেশিকায় স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, কাজের মাঝে একেবারেই অনলাইনে গেম খেলা যাবে না। অফিস টাইমে কোনওভাবেই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকা যাবে না। দেখা যাবে না রইল বা ভিডিও। এছাড়া অনলাইন শপিংয়ের ক্ষেত্রেও লাগাম টানা হয়েছে।
তবে হাইকোর্ট আরও জানিয়েছে, নিয়ম ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাইকোর্টের কন্ট্রোলিং অফিসাররা নির্দেশিকার যথাযথ পালন নিয়ে নজরদারিও রাখবেন বলে জানা গিয়েছে।
এর আগে ২০০৯ এবং ২০১৩ সালেও কর্মীদের বিরুদ্ধে নানাবিধ অভিযোগের ভিত্তিতে এমনই কড়া নিয়ম জারি হয়েছিল। তবে এ বারের নির্দেশিকা আরও স্পষ্ট। এ বারের নির্দেশিকায় মূলত মোবাইলের অযথা ব্যবহার এবং অনলাইন গেম ও শপিংয়ে একেবারে পরিষ্কার ‘না’ জানাল হাইকোর্ট।