Date : 13th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Exclusive: স্মার্ট মিটারে স্মার্টলি ঠকানো হচ্ছে আমজনতাকে! কারচুপির অভিযোগ ইলেকট্রিক বিলেহাসপাতাল থেকে বাড়ি ফেরার পরেই সদ্যোজাতর মৃত্যু, রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে শোরগোলরবিঠাকুরের পৈত্রিক বাড়ি ভাঙচুরের ঘটনায় পদক্ষেপ করা হয়েছে, জানাল বাংলাদেশ সরকার'মহেশতলার পরিস্থিতি খারাপ, মানুষের নিরাপত্তা দিতে হবে', দ্রুত শুনানির আর্জি শুভেন্দুরবেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে কলকাতা টাইগার্স হারলেও দল নিয়ে আশাবাদী কোচ ম্যাকোভেঙে পড়া বিমানের ব্ল্যাক বক্স এখনও উদ্ধার হয়নি, জানাল এয়ার ইন্ডিয়ামহিমা চৌধুরীর মেয়ে আরিয়ানার সৌন্দর্যে বিভোর নেটপাড়া, কেউ বলছেন, 'একেবারে মায়ের মতোই কিউট' ‘দ্য বেঙ্গল ফাইলস’ রিলিজ নিয়ে অনিশ্চয়তার দানা বাঁধছে! পরিচালক বললেন ‘লড়াই করব’অখিলের বিয়েতে নজর কাড়লেন নাগা-শোভিতা জুটি, নায়িকার ব্যাগের দাম নিয়ে চর্চা শুরু নেটপাড়ায়ইজরায়েলের ‘জাগ্রত সিংহ’ ইরানের পরমাণু কেন্দ্রে আঁচড় কাটতে ব্যর্থ হল কেন?
Kedarnath Helicopter Crash

চারধাম যাত্রায় ফের দুর্ঘটনা, কেদারনাথে জরুরি অবতরণের আগেই ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স

এক তীর্থযাত্রীকে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সটি হৃষিকেশ থেকে কেদানাথের উদ্দেশে রওনা হয়েছিল।

চারধাম যাত্রায় ফের দুর্ঘটনা, কেদারনাথে জরুরি অবতরণের আগেই ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স

কেদারনাথে দুর্ঘটনা (ছবি-গুগল)

শেষ আপডেট: 17 May 2025 17:52

দ্য ওয়াল ব্যুরো: জরুরি অবতরণের সময় কেদারনাথে (Kedarnath) ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স (Air Ambulance)। শনিবার হেলিপ্যাড  থেকে ২০ মিটার দূরত্বের মধ্যেই পাইলট-সহ তিন যাত্রীকে নিয়ে আছড়ে পড়ে হেলিকপ্টারটি। অল্পের অন্য সকলেরই প্রাণরক্ষা হয়েছে।

জানা গিয়েছে, এক তীর্থযাত্রী শ্বাসকষ্ট জনিত সমস্যার জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁকে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সটি ঋষীকেশ থেকে কেদানাথের উদ্দেশে রওনা হয়েছিল। মাঝপথেই হেলিকপ্টারের পিছনের অংশে গোলযোগ দেখা যায়। ত্রুটির কারণে জরুরি অবতরণের চেষ্টা করে। সেইসময়েই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার সময় এয়ার অ্যাম্বুলেন্সে একজন পাইলট সহ দু'জন চিকিৎসক ছিলেন। তাঁরা প্রত্যেকেই সুরক্ষিত আছেন।

জেলা পর্যটন উন্নয়ন কর্মকর্তা রাহুল চৌবে জানিয়েছেন, ঋষিকেশের এইমস পরিচালিত হেলি অ্যাম্বুলেন্সটি শ্বাসকষ্টজনিত এক তীর্থযাত্রীকে উদ্ধার করতে কেদারনাথে গিয়েছিল, যখন এর লেজের রটর ভেঙে যায়, যার ফলে পাইলটকে জরুরি অবতরণ করতে হয়।

কীভাবে এয়ার অ্যাম্বুলেন্সে যান্ত্রিক ত্রুটি হল, খতিয়ে দেখা হবে। পাশাপাশি আগামী দিনে যাতে এই ধরনের দুর্ঘটনা না হয় সেবিষয়েও আরও সতর্কতা অবলম্বন করা হবে বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত আধিকারিকরা।  

গত সপ্তাহেই কেদারনাথ ধামে (Kedarnath Dham) তীর্থযাত্রীদের নিয়ে যাওয়ার সময় উত্তরকাশীর গঙ্গনানিতে একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। টুকরো টুকরো হয়ে যায় হেলিকপ্টারটি। দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে উঠে আসে, পাইলটের ভুল এবং যান্ত্রিক ত্রুটির কারণেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। এরপরই চারধাম যাত্রায় হেলিকপ্টার পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।  


ভিডিও স্টোরি