শেষ আপডেট: 11th August 2024 12:07
দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেই ভূমিধসে ভেসে গেছে কেরলের বিস্তীর্ণ এলাকা। ধুয়েমুছে সাফ হয়ে গেছে বসতি। এবার রেড অ্যালার্টের মুখে পড়শি দেশ কর্নাটকও। কারণ শনিবার রাতেই কর্নাটকের তুঙ্গভদ্রা নদীর উপর অবস্থিত বাঁধের একটি গেট জলের তোড়ে ভেসে গেছে।
জানা গেছে, চেইন লিঙ্ক ছিঁড়ে যাওয়ার কারণেই এমনটা ঘটেছে। এই পরিস্থিতিতে কর্নাটকে তুঙ্গভদ্রার তীরে ও প্রতিবেশী রাজ্য অন্ধ্র প্রদেশে কৃষ্ণা নদীর তীরে বসবাসকারীদের বিশেষ সতর্ক করেছে দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ।
সূত্রের খবর, বাঁধের একটি চেইন লিঙ্ক ভেঙে যাওয়ার পরে, প্রবল জলের তোড়ে ভেঙে যায় ১৯ নম্বর গেটটি। এর ফলে ৩৫ হাজার কিউসেক জল বন্যার মতো হু হু করে প্রবাহিত হয়েছে। আরও জল বেরোচ্ছে, প্রায় ৫০ হাজার কিউসেক জল প্রবাহিত হতে পারে।
এর ফলে কুর্নুল জেলার কোসিরি, মন্ত্রালয়ম, নন্দাভারম এবং কৌথালামের বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করা উচিত বলে জানিয়েছে সরকার। খাল-বিল পার হওয়া নিয়েও স্থানীয়দের সতর্ক করা হয়েছে।