শেষ আপডেট: 25th December 2024 14:09
দ্য ওয়াল ব্যুরো: একটি 'ভুল' ট্রেনে উঠে ঘর-পরিবার হারিয়েছিলেন তিনি। কর্নাটকের প্রৌঢ়ার বাড়ি ফিরতে লেগে গেল ২৫ বছর। এত বছর ধরে হিমাচল প্রদেশের একটি বৃদ্ধাশ্রমে দিন কাটাচ্ছিলেন ওই প্রৌঢ়া। আর তাঁর পরিবার ভেবে ফেলেছিল যে তিনি আর বেঁচে নেই। এমনকী শ্রাদ্ধের কাজও সম্পন্ন হয়েছিল! কিন্তু প্রৌঢ়া ফিরে এলেন, আবার।
প্রৌঢ়ার নাম সাকাম্মা। কর্নাটকের বল্লারির দানানায়াকানাকেরে গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। তাঁর যখন ২৫ বছর বয়স তখন এক আত্মীয়র বিয়েতে পরিবারের সঙ্গে গেছিলেন তিনি। সেখান থেকে ফেরার সময়ই ভুল করে চণ্ডীগড়ের ট্রেনে উঠে পড়েন। তারপর আর ফিরতে পারেননি মহিলা। ২৫ বছর ধরে উত্তর ভারতের একাধিক রাজ্যে ঘুরে ঘুরে কেটেছে তাঁর। অবশেষে হিমাচল প্রদেশের মান্ডির এক বৃদ্ধাশ্রমে তাঁর খোঁজ মেলে।
২৫ বছর আগেই সাকাম্মা নিখোঁজ হওয়ার বিষয়টি থানায় জানিয়েছিল পরিবার। কিন্তু কোনও লাভ হয়নি। কয়েক বছরেও তাঁর খোঁজ না মেলায় পরিবার ভেবে নেয় তিনি মৃত। দীর্ঘ অপেক্ষার পরও সাকাম্মা ফিরে না এলে তাঁর শ্রাদ্ধের কাজও করে ফেলা হয়। এখন আবার তাঁকে ফিরে পেয়ে চোখে হারাচ্ছে পরিবারের সকলে।
কীভাবে তাঁকে খুঁজে পেল পুলিশ? সম্প্রতি মান্ডির ওই বৃদ্ধাশ্রমে গেছিলেন এক আইপিএস অফিসার। সেখানে তিনি কন্নড় ভাষায় এক মহিলাকে কথা বলতে শোনেন। তাঁর সঙ্গে কিছুক্ষণ গল্প করার পর জানতে পারেন কীভাবে তিনি এখানে এলেন। বিষয়টি জানার পরই সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যোগাযোগ করেন ওই অফিসার। অবশেষে স্পষ্ট হয়, এই সাকাম্মাই সেই ব্যক্তি যিনি ভুল ট্রেনে উঠে হারিয়ে গেছিলেন।