প্রতীকী ছবি
শেষ আপডেট: 3rd January 2025 14:25
দ্য ওয়াল ব্যুরো: মদ্যপ স্বামীকে খুন করে দেহ লুকিয়ে রাখতে জন্য দু 'টুকরো করল স্ত্রী। এমনই হাড়হিম করা ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেলাগাভি জেলায়। খবর প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
গত ১০ ডিসেম্বর বেলগাভির চিক্কোরি তালুকের উমারানি গ্রাম থেকে শ্রীমন্থ ইটনালির নামে ৪০ বছর বয়সি এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার এই বিষয়ে একটি সাংবাদিক বৈঠক করেন বেলাগাভি পুলিশের সুপার ভিমশঙ্কর গুলেদ।
অভিযোগ, মদে আসক্ত ছিলেন শ্রীমন্থ। প্রতিদিন রাতে মাতাল হয়ে বাড়ি এসে ছোট ছোট ব্যাপারেই স্ত্রীর উপর শারীরিক অত্যাচার করতেন তিনি। গত ৮ ডিসেম্বর স্ত্রীর নামে থাকা একটি জমির দাম নিয়েও দু'জনের মধ্যে ঝামেলা হয় ৷
জমিটি বিক্রি করে নিজের জন্য একটি মোটরবাইক কিনতে চেয়েছিলেন ওই ব্যক্তি। প্রতিদিন এই এক ঝামেলা সহ্য করতে না পেরে সেদিন রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় স্বামীকে শ্বাসরোধ করে খুন করে স্ত্রী।
পুলিশ সুপারের কথায়, 'বড় পাথর দিয়ে মেরে স্বামীর চেহারা থেঁতলে দেয় স্ত্রী। এরপর দেহ লোপাটের জন্য দু'টুকরো করে একটি ব্যারেলের মধ্যে ঢুকিয়ে সেটি কুয়োর মধ্যে ফেলে দেয় সে ৷ অভিযুক্তকে ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে।'
তিনি আরও বলেন, 'দেহ উদ্ধারের ঘটনার তদন্তে ৩ সদস্যের একটি দল তৈরি করা হয়। দলের নেতৃত্বে ছিলেন ডেপুটি পুলিশ সুপার। গোটা গ্রামে তল্লাশি অভিযান চালিয়েও কোনও সঠিক তথ্য় পাওয়া যাচ্ছিল না ৷ এরপর খুনের কিনারা করতে মৃতের স্ত্রী সাবিত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় পাঠানো হয়। জেরার মুখে পড়ে শেষে দোষ স্বীকার করে অভিযুক্ত মহিলা ৷'