শেষ আপডেট: 25th February 2025 19:03
দ্য ওয়াল ব্যুরো: নাবালককে মারধর (Minor Assault) করার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Live Stream) করে দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। তারাও সকলে নাবালক! যদিও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে তাদের চিহ্নিত করা গেছে। ঘটনাটি ঘটেছে কর্নাটকে (Karnataka Incident)।
মাণ্ড্য পুলিশের তরফে জানানো হয়েছে, এক নাবালককে (১৭) মারধর করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। সেই ঘটনার ভিডিও নিজেরাই রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে হামলাকারীরা। তাদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। ভাইরাল হওয়া ভিডিও দেখে শোরগোল শুরু হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, নাবালক এবং হামলাকারীরা একই গ্রুপের সদস্য ছিল। কোনও কারণে তাদের মধ্যে বচসা হয় এবং তা থেকেই ওই নাবালককে মারধর করে বাকিরা। তরুণের অভিযোগ, সোমবার রাতে একটি কবরস্থানে তাকে ডেকে নিয়ে যায় 'বন্ধুরা'। তারপর তাকে মারধর শুরু করে লাইভ-স্ট্রিম করা হয়।
ভিডিওটি পুলিশের হাতে এসেছে এবং হামলাকারীদের চিহ্নিত করে তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে তারা। অনুমান করা হচ্ছে, কোনও আত্মীয়-পরিজনের বাড়িতে তারা লুকিয়ে থাকতে পারে। কারণ শহর বা রাজ্য ছেড়ে পালানোর সাহস হয়তো তাদের হবে না। নাবালকদের ধরতে নাকা চেকিংয়ের বন্দোবস্ত করেছে পুলিশ।