শেষ আপডেট: 2nd May 2024 14:49
দ্য ওয়াল ব্যুরো: যৌন কেলেঙ্কারির ভিডিও প্রকাশ্যে আসতেই প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার সাংসদ নাতি প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি হল। বৃহস্পতিবার কর্নাটকের বিশেষ তদন্তকারী দল হাসান লোকসভা কেন্দ্রের এনডিএ প্রার্থী রেভান্নার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে। একাধিক মহিলার সঙ্গে যৌন সংসর্গের অভিযোগ সামনে আসতেই বুধবার তাঁর দল জেডিএস সাময়িক বহিষ্কার করে রেভান্নাকে। এরপর এদিন বিধায়ক পুত্রকে 'পলাতক' বলে ঘোষণা করল সিট।
দ্বিতীয় দফায় হাসান কেন্দ্রে ভোট হয়ে যায়। তারপর থেকেই বেপাত্তা রেভান্না। পুলিশ সহ অনেকের অনুমান, তিনি জার্মানিতে পালিয়ে গিয়েছেন। বিজেপি তাঁকে পালাতে সাহায্য করেছে বলেও কংগ্রেসের অভিযোগ। লুকআইট নোটিস জারি করার ফলে তিনি দেশে ফিরলে যে কোনও বিমানবন্দর, বন্দর এবং সীমান্ত এলাকায় তাঁকে হেফাজতে নেওয়া হবে।
অন্যদিকে, বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে প্রজ্জ্বল রেভান্না দাবি করেন, সত্য প্রকাশিত হবেই। তদন্তকারী সিটের সামনে আগামী ৭ দিনের মধ্যে হাজিরা দেবেন বলেও জানিয়েছেন। তাঁর বিধায়ক বাবা এইচডি রেভান্নাও ছেলের হয়ে সাফাই গেয়ে বলেছেন, এটা পুরোপুরি চক্রান্ত। কিছু পুরনো ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে।
এদিন কর্নাটকে ভোট প্রচারে এসে রাহুল গান্ধীও এনডিএ প্রার্থী প্রজ্জ্বল রেভান্নাকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন। রাহুলের অভিযোগ, প্রধানমন্ত্রী মোদী জানতেন যে প্রজ্জ্বল রেভান্না গণধর্ষক। তাও তিনি তাঁর হয়ে ভোট প্রার্থনা করে গিয়েছেন।
কংগ্রেস নেতার আরও দাবি, প্রজ্জ্বল রেভান্না ৪০০-র বেশি মহিলাকে ধর্ষণ করেছেন। শুধু তাই নয়, তাঁদের ভিডিও তুলেছেন। একে নিছক যৌন কেলেঙ্কারি বলে ভাবা ভুল হবে। এটা গণধর্ষণের ঘটনা।