শেষ আপডেট: 14th January 2025 10:55
দ্য ওয়াল ব্যুরো: বড়সড় দুর্ঘটনার কবলে পড়লেন কর্নাটকের মন্ত্রী লক্ষ্মী হেব্বালকর। মঙ্গলবার ভোরে বেলগাভি জেলায় মন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে সজোরে ধাক্কা মারে। তড়িঘড়ি নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মন্ত্রীর মুখে ও কোমরে চোট লেগেছে। আইসিইউতে রেখে তাঁর চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ কিট্টুর জেলায় দুর্ঘটনা ঘটে।
রাস্তা দিয়ে মন্ত্রীর এসইউভি গাড়ি যাওয়ার সময় আচমকাই সামনে একটি কুকুর এসে পড়ে। তাকে বাঁচাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি সজোরে ধাক্কা মারে গাড়িটি। এদিন গাড়িতে ছিলেন মন্ত্রীর ভাই চন্নরাজ হাত্তিহোলি, তিনিও কর্নাটক বিধানসভার একজন নির্বাচিত সদস্য। তাঁর মাথায় চোট লেগেছে বলে জানা গেছে।
দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, গাড়িটির সামনের দিক একেবারে দুমড়ে মুচড়ে গেছে। বাইরে বেরিয়ে এসেছে গাড়ির ৬টা এয়ারব্যাগই। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪৯ বছর বয়সি মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করান বলে খবর। চালকের চোট গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর।
একেই ভোরের দিকে রাস্তায় ঘন কুয়াশা ছিল রাস্তায়, তার উপরে আচমকা সামনে কুকুর এসে পড়ায় নিয়ন্ত্রণ সামলাতে না পেরেই ঘটে যায় দুর্ঘটনা।