শেষ আপডেট: 14th January 2025 18:34
দ্য ওয়াল ব্যুরো: কর্ণাটকের মাইসুরু জেলার একটি হাসপাতালের বাইরে শিবগোপালাইয়া নামের ৩৫ বছর বয়সী এক যুবক ঘুমানোর সময় মারা যান। তিনি হাসপাতালের ডরমিটরিতে থাকার জন্য প্রয়োজনীয় ৩০ টাকা জোগাড় করতে না পেরে, ঠান্ডায় তিন রাত হাসপাতাল চত্বরে কাটিয়েছিলেন।
শুক্রবার সিজারিয়ান সেকশনের মাধ্যমে তাঁর স্ত্রী অশ্বত্থাম্মা একটি সুস্থ পুত্র সন্তান জন্ম দেন। নবজাতক ও স্ত্রীর পাশে থাকতে, শিবগোপালাইয়া মাইসুরু গিয়েছিলেন। কিন্তু আর্থিক সমস্যার কারণে, তাঁকে হাসপাতালের বাইরে রাত কাটাতে হয়েছিল, কারণ ডরমিটরির জন্য টাকা ছিল না। তিনি জানতেন, স্ত্রীর অবস্থা হঠাৎই খারাপ হতে পারে, তাই বাইরে থাকার সিদ্ধান্ত নেন। সোমবার সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, শিবগোপালাইয়ার মৃতদেহ পড়ে রয়েছে।
শিবগোপালাইয়ার সহকর্মী সুরেশ জানান, তাঁর কাছে খাবারের জন্যও টাকা ছিল না, আর কিছুটা সাহায্য নিয়ে খাবার পেয়েছিলেন। এমনকি, এক চিকিৎসক শিশুর দুধ কেনার জন্য কিছু টাকা দিয়েছিলেন। মহীশূর মেডিক্যাল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ডিন ডঃ কে আর দাক্ষায়নী জানিয়েছেন যে, ডরমিটরির সুবিধা ছিল, তবে আর্থিক কারণে শিবগোপালাইয়া তা ব্যবহার করেননি।
হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার ঘটনাটি জানতে পারে এবং পুলিশের মাধ্যমে মৃত্যুর কারণ নিশ্চিত করা হবে। শিবগোপালাইয়ার স্ত্রী অশ্বথামা এখনও হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন এবং তিনি জানেন না যে তাঁর স্বামী মারা গেছেন।