শেষ আপডেট: 20th September 2024 15:44
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর মুসলিম অধ্যুষিত এলাকাকে কর্নাটক হাইকোর্টের এক বিচারপতি 'পাকিস্তান' বলে মন্তব্য করায় সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা করল। কর্নাটক হাইকোর্টের বিচারপতি ভি শ্রীশানন্দ বেঙ্গালুরুর মুসলিম জনবসতিপূর্ণ এলাকাকে 'পাকিস্তান' বলে মন্তব্য করেছিলেন। এ নিয়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ কর্নাটক হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে বিচারপতির 'অবাঞ্ছিত' মন্তব্যের বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।
শীর্ষ আদালত অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি এবং সলিসিটর জেনারেল তুষার মেহতাকে এ ব্যাপারে হাইকোর্টকে সাহায্য করতে বলেছে। পরবর্তী শুনানি হবে আগামী ২৫ সেপ্টেম্বর।
শুক্রবার বেঞ্চ বলেছে, এ ব্যাপারে আদালত একটি নির্দেশিকা তৈরি করে দিতে পারে। সোশ্যাল মিডিয়ার এই যুগে শুনানির উপর খুব মন দিয়ে নজর রাখা হয়। আমরা সে ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ করব। কর্নাটক হাইকোর্টের বিচারপতি ভি শ্রীশানন্দের মন্তব্যের বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানায় বেঞ্চ।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সঞ্জীব খান্না, বিআর গাভাই, সূর্যকান্ত এবং হৃষীকেশ রায়ের সাংবিধানিক বেঞ্চ এদিন কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতির প্রশাসনিক নির্দেশের পর রেজিস্ট্রার জেনারেলকে রিপোর্ট দিতে বলেছে। প্রসঙ্গত, বর্ষীয়ান কৌঁসুলি ইন্দিরা জয়সিং গত ১৯ সেপ্টেম্বর একটি এক্স পোস্টে ওই বিচারপতির শুনানির একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেন। সেখানে তিনি ভারতের প্রধান বিচারপতির কাছে স্বতঃপ্রণোদিত মামলা করার আর্জি জানান এবং ওই বিচারপতিকে লিঙ্গ সমতা বজায় রাখার প্রশিক্ষণে পাঠানোর দাবি তোলেন।
পাকিস্তান মন্তব্য ছাড়াও বিচারপতি শ্রীশানন্দ আরেকটি মামলায় এক মহিলা আইনজীবীকে লিঙ্গ বৈষম্য সংক্রান্ত আপত্তিজনক মন্তব্য করেন বলে ভিডিওতে দেখা গিয়েছে। যা নিয়ে এক্সে প্রতিবাদের ঝড় উঠেছে।