শেষ আপডেট: 1st October 2024 20:29
দ্য ওয়াল ব্যুরো: অ্যাপ ক্যাবে উঠে হেনস্থার শিকার হয়েছিলেন। চালকের বিরুদ্ধে অভিযোগ তুলে ক্যাব সংস্থাকে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। পরে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহিলা। দীর্ঘ পাঁচ বছর পর সেই মামলার রায় দিল কর্নাটক হাইকোর্ট।
অ্যাপ ক্যাব সংস্থাকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাশাপাশি মামলার খরচ হিসাবে মহিলাকে ৫০ হাজার টাকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। সূত্রের খবর, ঘটনাটি ২০১৯ সালের। মহিলার অভিযোগ, তিনি ঘটনার দিন একটি অ্যাপ ক্যাবে ওঠেন। গাড়িতে ওঠার পরই যৌন হেনস্থার শিকার হন তিনি।
অভিযুক্ত চালকের বিরুদ্ধে অ্যাপ ক্যাব সংস্থার কাছে আভ্যন্তরীণ তদন্তের আর্জি জানিয়েছিলেন মহিলা। তবে অভিযুক্ত চালকের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি বলে অভিযোগ। এরপরই বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।
মহিলার অভিযোগ মেনে অ্যাপ ক্যাব সংস্থাকে আভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেয় আদালত। সোমবার মামলাটি হাইকোর্টে উঠলে বিচারপতি এমজিএস কামালের সিঙ্গল বেঞ্চে অভিযোগকারীর আইনজীবীর অভিযোগ, চালক যেহেতু অভিযুক্ত কোম্পানির সঙ্গে যুক্ত সেকারণে সমস্ত দায় তাদের উপর বর্তায়।
অন্যদিকে ক্যাব সংস্থার আইনজীবীরা পাল্টা জানান, গাড়ি চালকরা প্রত্যক্ষভাবে সংস্থার সঙ্গে জড়িত নয়। চালকরা চুক্তিভিত্তিক কাজ করে। সেকারণে তাঁদের ঘাড়ে দোষ চাপানো ঠিক নয়।
সব পক্ষের বক্তব্য শোনার পর অভিযোগকারীর পাশেই দাঁড়িয়েছে হাইকোর্ট। অ্যাপ ক্যাব সংস্থাকেই কাঠগড়ায় তুলে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে।