শেষ আপডেট: 6th January 2025 19:27
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার অতুল সুভাষের আত্মহত্যার ঘটনায় জামিন পেয়েছেন স্ত্রী নিকিতা সিংঙ্ঘানিয়া ও তাঁর পরিবারের সদস্যরা। জামিন পেলেও অবশ্য খারিজ হয়নি অভিযোগ। তাঁদের সেই আর্জি ইতিমধ্যে নাকচ করে দিয়েছে কর্নাটক হাইকোর্ট।
লাগাতার চাপে স্বামীকে জোর করে আত্মহত্যার মুখে ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে নিকিতা এবং তাঁর পরিবারের বিরুদ্ধে। পরে প্রয়াত ইঞ্জিনিয়ার অতুলের মায়ের অভিযোগের ভিত্তিতে দায়ের হয়েছিল মামলা। কিন্তু নিকিতা তাঁর বিরুদ্ধে তদন্ত হতে দিতে চান না। এই সংক্রান্ত ইস্যুতে তিনি আদালতের দ্বারস্থ হন। সেই আবেদন খারিজ করেই বিচারপতি এসআর কৃষ্ণ কুমারের একক বেঞ্চের নিকিতার উদ্দেশে প্রশ্ন, ''আপনি ঘটনার তদন্ত হতে দিতে চান না কেন?''
হাইকোর্টের প্রশ্ন নিকিতার আইনজীবীর যুক্তি, তাঁদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তার স্বপক্ষে কোনও প্রমাণ নেই। এমনকী অতুল সুভাষও এমন কোনও ইঙ্গিত দিয়ে যাননি যে তিনি নিকিতা বা তাঁর পরিবারের চাপে আত্মহত্যা করেছেন। একই সঙ্গে তাঁদের গ্রেফতারিও বেআইনি বলে দাবি করেছেন তাঁরা। তবে আদালতের বক্তব্য, প্রাথমিক যে প্রমাণগুলি মিলেছে তা তদন্তকে সমর্থন করে। তাই অভিযোগ খারিজ করা হবে না এখন।
গত ৯ নভেম্বর বেঙ্গালুরুর বাড়িতে ৩৪ বছর বয়সি অতুল সুভাষের দেহ উদ্ধারকে কেন্দ্র করে তোলপাড় পড়ে যায় দেশে। মৃত্যুর আগে তিনি একটি ২৪ পাতার সুইসাইড নোট লিখে যান, যেখানে তাঁর শেষ ইচ্ছাগুলির মধ্যে একটি ছিল, 'আমার সন্তানের দায়িত্ব আমার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হোক। ওঁরা ছেলেকে সুস্থ মূল্যবোধ-সহ বড় করবেন।' এছাড়াও একটি ৯০ মিনিটের ভিডিয়োতে স্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অতুল।
আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরর পর অতুলের স্ত্রী নিকিতা সিংহানিয়াকে হরিয়ানার গুরুগ্রাম থেকে এবং তাঁর মা নিশা ও ভাই অনুরাগকে উত্তরপ্রদেশের এলাহাবাদ থেকে গ্রেফতার করা হয়।