শেষ আপডেট: 30th September 2024 22:39
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছিল। নির্বাচনী বন্ডের মাধ্যমে ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তবে আপাতত স্বস্তি পেলেন নির্মলা। কারণ এই মামলার তদন্তে স্থগিতাদেশ দিয়েছে কর্ণাটক হাইকোর্ট।
নির্মলা সীতারমণ ছাড়াও আরও কয়েকজন এই অভিযোগে অভিযুক্ত। তাঁদের মধ্যে আছেন নলীন কুমার কাটিল। তিনিই বিষয়টি নিয়ে আদালতে আবেদন করেছিলেন। তাঁর আর্জিতে সাড়া দিয়েছে কোর্ট। স্পষ্ট নির্দেশ এসেছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মামলার তদন্ত স্থগিত থাকবে।
কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ২০১৯ এবং ২০২২ সালে এক সংস্থা থেকে নির্বাচনী বণ্ডের নামে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। শুধু তাই নয়, একটি সংস্থাকে শুধুমাত্র মোটা অঙ্কের চাদা দেওয়ার জন্যই গঠন করা হয়। এক্ষেত্রে নির্মলা-সহ বিজেপির হেভিওয়েটদের নাম উঠে আসে।
গত এপ্রিল মাসে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিজেপি সভাপতি জে পি নাড্ডা, কর্নাটকের বিজেপি নেতা নলীন কুমার কাটিল এবং বিওয়াই বিজয়েন্দ্রর বিরুদ্ধেও ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগ দায়ের করে জনাধিকার সংঘর্ষ পরিষদ।
ভোটে কালো টাকা আমদানি বন্ধের উদ্দেশে নির্বাচনী বন্ড চালু করেছিল মোদী সরকার। কিন্তু বাস্তবে দেখা যায় অন্য রাজনৈতিক দল্গুলির থেকেও লাভের অঙ্ক সবচেয়ে বেশি ঘরে তুলেছে বিজেপি। পরে নির্বাচনী বন্ডকে ‘অসাংবিধানিক’ বলে বাতিলের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।