শেষ আপডেট: 4th October 2024 12:26
দ্য ওয়াল ব্যুরো: বুধবার গভীর রাতে দিল্লির নিমা হাসপাতালে খুন হন চিকিৎসক। চেম্বারে ঢুকে তাঁকে গুলি করে মারে এক কিশোর। সঙ্গে ছিল আরেকজন। খুনের পর নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে সে। যা দেখে কার্যত চোখ কপালে উঠেছে সবার। তাজ্জব পুলিশও।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার। পায়ের বুড়ো আঙুলের চিকিৎসা করাতে নিমা হাসপাতালে পৌঁছায় আততায়ী। চিকিৎসা করিয়ে ফিরে যায়। পরের দিন অর্থাৎ বুধবার মাঝ রাতে ওই আঙুলের ড্রেসিং করাতে যায় সে। সঙ্গে ছিল আরেক কিশোর।
ড্রেসিংয়ের পর প্রেসকিপশনের দাবি জানায়। তা নিয়ে চিকিৎসক জাভেদ আখতারের কেবিনে ঢোকে ও পরে গুলি চালায়। মৃত্যু হয় চিকিৎসকের।
ঘটনার পরই এলাকা ছাড়ে আততায়ী। পরে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে। যা নিয়েই শুরু হয়েছে হইচই। পোস্টে কিশোর লেখে, 'কার দিয়া ২০২৪ মে মার্ডার' যার বাংলা মানে দাঁড়ায়, '২০২৪-এ খুনটা করে দিলাম।'
তারপরই তাকে গ্রেফতার করে পুলিশ। জেরার পর জানা যায়, ঘটনার দিন রাতে প্রেসকিপশন নেওয়ার সময় পারিশ্রমিক চায় ওই চিকিৎসক। পারিশ্রমিক 'বেশি' চেয়েছিল বলেই মনে হয় অভিযুক্তর। আর তার জন্যই নাকি খুন।
পুলিশ আরও জানতে পারে, যারা দু'জন ওইদিন ছিল তারা একই এলাকার বাসিন্দা। ঘটনায় অভিযুক্তর পাশাপাশি নিমা হাসপাতালের একজন নার্স ও তাঁর স্বামীকেও জিজ্ঞাসাবাদ করছে।