শেষ আপডেট: 25th September 2024 16:33
দ্য ওয়াল ব্যুরো: সাংসদ হওয়ার আগেও একাধিক ইস্যুতে বিতর্কে জড়িয়েছিলেন। তাই দলের তরফে দূরত্ব বাড়ানো হয়েছিল আগেই। কৃষি বিল ফেরানোর দাবি আগেই তুলেছিলেন বিজেপি-র তারকা সাংসদ কঙ্গনা রানাউত। স্পষ্ট জানিয়েছিলেন, বিল না ফেরালে ফের কৃষকদের আন্দোলনের পথে হাঁটা উচিত।
তাঁর এই মন্তব্য নিয়ে দলের অন্দরেই শুরু হয় বিতর্ক। কঙ্গনার মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক বেড়ে যেতেই বিজেপির মুখপাত্র স্পষ্ট জানিয়েছিলেন, 'কঙ্গনা তাঁর ব্যক্তিগত দিক থেকে এই মন্তব্য করেছেন। কৃষি বিল নিয়ে তাঁর এসব বলার কোনও এক্তিয়ার নেই।'
Do listen to this, I stand with my party regarding Farmers Law. Jai Hind ???????? pic.twitter.com/wMcc88nlK2
— Kangana Ranaut (@KanganaTeam) September 25, 2024
এরপরেই শেষ হয়নি বিতর্ক। অবশেষে নিজের মন্তব্যের জন্য অনুশোচনা প্রকাশ করলেন কঙ্গনা। তাঁর এই কথায় কেউ যদি আহত হয়ে থাকে, তাহলে তিনি তার জন্য ক্ষমাপ্রার্থী। বিজেপির রোষানলে পড়ে গোটা কাণ্ডর জন্য ক্ষমা চাইতে বাধ্য হন কঙ্গনা।
তারপরে তিনি বলেন, 'আমারও এটা মনে রাখা উচিত যে, আমি শুধু একজন শিল্পী নই, বিজেপি-র কর্মকর্তাও। তাই আমার কী বলা উচিত, মাথায় রাখা উচিত ছিল। কোনও ক্ষেত্রেই আমার নিজের কোনও ব্যক্তিগত মতামত জানানো উচিত নয়। দলের অবস্থানই আমার অবস্থান। তাই আমি মন্তব্য প্রত্যাহার করে নিচ্ছি।'
সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে কঙ্গনা তাতে লিখেছেন, 'আমার এই বক্তব্য আমি ফিরিয়ে নিচ্ছি। যদি আমার বক্তব্যে কারও মনোভাবে আঘাত লাগে, তার জন্য আমি দুঃখিত।'