শেষ আপডেট: 28th August 2024 11:12
দ্য ওয়াল ব্যুরো: জোড়া ফলায় আক্রান্ত কঙ্গনা রনৌত। একদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে নির্মিত চলচ্চিত্র ইমার্জেন্সির মুক্তির পথে কাঁটা। অন্যদিকে, কৃষক আন্দোলন নিয়ে বলি অভিনেত্রী তথা বিজেপি সাংসদের মন্তব্যের নিন্দা করে হিমাচল প্রদেশ বিধানসভায় কংগ্রেসের আনা প্রস্তাব পাশ। ইমার্জেন্সি সিনেমায় শিখ জাতিকে ভিন্ন চোখে দেখার বিরুদ্ধে এমনিতেই আগে প্রাণনাশের হুমকি পেয়েছেন মান্ডির লোকসভা কেন্দ্রের সাংসদ কঙ্গনা। এবার সেই সিনেমার বিতর্কিত বিষয় আদালতের চৌকাঠে পৌঁছানোয় মুক্তি বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
শিখ ধর্মের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি ইমার্জেন্সির প্রযোজক সংস্থাকে একটি আইনি নোটিস পাঠিয়েছে। পাশাপাশি পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে কঙ্গনা রনৌত অভিনীত-পরিচালিত ইমার্জেন্সি সিনেমার মুক্তিতে স্থগিতাদেশ চেয়ে একটি জনস্বার্থ আবেদন জমা পড়েছে।
শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি আইনি নোটিসে বলেছে যে, শিখ সম্প্রদায়ের চরিত্র ও ইতিহাসকে এই সিনেমায় ভুলভাবে উপস্থাপিত করা হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলা ইমার্জেন্সি সিনেমার বিরুদ্ধে দুজন অমৃতধারী শিখ হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন। গত ১৪ অগস্ট মুক্তিপ্রাপ্ত ট্রেলার দেখে তাঁরা আবেদনে বলেছেন, এখানে শিখ সম্প্রদায়ের প্রতি বিদ্বেষকে প্রশ্রয় দেওয়া হয়েছে। যার ফলে পাঞ্জাবের সামাজিক সুস্থিতি বিনষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
তাঁদের আরও অভিযোগ, এই ছবিতে শিখ সম্প্রদায়ের প্রতি অবিচার করা হয়েছে। কারণ কোনও ইতিহাসের ধ্যানধারণা ছাড়াই শুধুমাত্র গুজবের ভিত্তিতে চিত্রনাট্য তৈরি করা হয়েছে। খলিস্তানপন্থী জার্নেল সিং ভিন্দ্রানওয়ালের সঙ্গে কংগ্রেসের গোপন সমঝোতার কোনও ঐতিহাসিক তথ্যপ্রমাণ ছাড়াই এই ছবিতে তা তুলে ধরেছেন পরিচালক।
একইসঙ্গে কেন্দ্র ও সেন্সর বোর্ডের কাছে অবিলম্বে এই ছবির ছাড়পত্র বাতিলের দাবি জানানো হয়েছে এবং পাঞ্জাবের পুলিশ প্রধানের কাছে ভারতীয় ন্যায় সংহিতা ও সিনেমাটোগ্রাফ আইন অনুসারে কঙ্গনা রনৌত এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে এফআইআর করার দাবিও তোলা হয়েছে।