শেষ আপডেট: 6th January 2025 14:37
দ্য ওয়াল ব্যুরো: দেশের 'সবথেকে বিতর্কিত নেতা' ইন্দিরা গান্ধীর জীবনের একাংশ নিয়ে নির্মিত বিজেপি এমপি কঙ্গনা রনৌতের ছবি 'ইমারজেন্সি'র দ্বিতীয় ট্রেলার মুক্তি পেল সোমবার। বহু বিতর্কিত ও বহুবার মুক্তির দিন ঘোষণার পরেও পিছিয়ে যাওয়া এই ছায়াছবি আগামী ১৭ জানুয়ারি দর্শকদের সামনে আসতে চলেছে। উল্লেখ্য, এবছরই ইমারজেন্সি তথা দেশের একমাত্র জরুরি অবস্থা জারির ৫০ বছর পূর্তি। এবং আর কিছুদিনের মধ্যেই হতে চলেছে দিল্লি বিধানসভা নির্বাচনের মহাসংগ্রাম। বিশেষত, এদিনই হল গুরু গোবিন্দ সিংয়ের জন্মদিন। সেই দিনটিকে দ্বিতীয় ট্রেলার মুক্তির জন্য বেছে নেওয়ার কারণ হচ্ছে এই ছবিতে খলিস্তান আন্দোলন ও শিখ সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত কিছু অংশ ছিল বলে অভিযোগ। যার জন্য সেন্সর বোর্ডের কাঁচি পড়ে ছবিতে।
এই ছবি পুরোপুরি ইন্দিরা গান্ধীর বায়োপিক না হলেও ১৯৭৫ সালের জরুরি অবস্থা জারি, যা পুরোপুরি এই দেশের রাজনৈতিক পটভূমিকে বদলে দিয়েছিল। এবং পরবর্তী নির্বাচনে দেশে প্রথম ইন্দিরা-বিরোধী অ-কংগ্রেসি কেন্দ্রীয় সরকার গঠনের পথ খুলে দিয়েছিল। এদিন প্রকাশিত ঝলকে দেখা গিয়েছে, ইন্দিরার সেই বহু বিতর্কিত কথা, ইন্দিরা ইজ ইন্ডিয়া। এই ছবি সেই সময়কার রাজনৈতিক পাশার ছবিটি তুলে ধরেছে।
ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কুইন ও মণিকর্ণিকা খ্যাত বিজেপির হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের সদস্য কঙ্গনা রনৌত নিজে। অনুপম খের অভিনীত জয়প্রকাশ নারায়ণ এবং শ্রেয়স তালপাড়ে অভিনয় করেছেন অটলবিহারী বাজপেয়ীর ভূমিকায়। ফিল্ড মার্শাল সাম মানেকশ হয়েছেন মিলিন্দ সোমন এবং জগজীবন রামের ভূমিকা করেছেন প্রয়াত অভিনেতা-পরিচালক সতীশ কৌশিক।
দ্বিতীয় ট্রেলার মুক্তিতে ছবি সম্পর্কে কঙ্গনা রনৌত এক মন্তব্যে বলেছেন, দীর্ঘ পথ ও প্রতিবন্ধকতা পেরিয়ে আমি খুশি যে আমাদের ইমারজেন্সি ছবিটি শেষমেশ ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে। এই ছবির কাহিনি কেবলমাত্র একজন বিতর্কিত নেতাকে নিয়ে নয়, এই ছবি আজকের দিনেও সমান প্রাসঙ্গিক। সাধারণতন্ত্র দিবসের মাত্র কয়েকদিন আগে এই ছবি মুক্তি পেতে চলেছে। এটাই যথার্থ সময় সকলে তাঁর প্রিয়জনকে নিয়ে এই ছবি দেখুন। প্রযোজক উমেশ কেআর বনসল আরও বলেছেন, এই ছবি গণতন্ত্র রক্ষার একটি দলিল। এবং যাঁরা গণতন্ত্র বাঁচাতে লড়াই করেছেন, তাঁদের প্রতি সম্মান প্রদর্শন।