শেষ আপডেট: 8th January 2025 17:00
দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস এমপি প্রিয়ঙ্কা গান্ধী বঢরাকে 'ইমারজেন্সি' সিনেমা দেখার অনুরোধ জানিয়েছেন ছবির প্রযোজক-পরিচালক-অভিনেত্রী কঙ্গনা রনৌত। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হলেন সম্পর্কে প্রিয়ঙ্কা গান্ধীর ঠাকুমা। এ পর্যন্ত তৎকালীন ভারতের সবথেকে ক্ষমতাশালী, জাতীয়-আন্তর্জাতিক স্তরে প্রতিপত্তিশালী এবং বহু বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা ইন্দিরা গান্ধীর জীবনাংশ নিয়ে তৈরি হয়েছে এই ছবিটি। ফলে মুক্তির আগেই এই ছবিটিও নানান বিতর্কে জড়িয়ে, বাধা কাটিয়ে আগামী ১৭ জানুয়ারি মুক্তি পেতে চলেছে। উল্লেখ্য, হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ কঙ্গনা পরিচালিত ইমারজেন্সি মুক্তি পাচ্ছে ঠিক দিল্লি বিধানসভা নির্বাচনের মুখে।
কঙ্গনা ও প্রিয়ঙ্কা দুই মেরুর রাজনীতি করলেও দুজনেই লোকসভায় প্রথমবারের সদস্য। কঙ্গনা যেমন মান্ডি থেকে জিতে এসেছেন, তেমনই প্রিয়ঙ্কা কেরলের ওয়ানাড় লোকসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে জিতে লোকসভায় পা রেখেছেন প্রথমবার। ফলে সেখানেই দুজনের দেখা হয়েছে শীত অধিবেশনে নিয়মিত। তখনই প্রিয়ঙ্কাকে ইমারজেন্সি দেখতে আসার অনুরোধ করেন কঙ্গনা।
সংবাদ সংস্থার সঙ্গে এক সাক্ষাৎকারে কঙ্গনার কাছে জানতে চাওয়া হয়, তাঁর কাছে গান্ধী পরিবারের কেউ ইমারজেন্সি দেখতে চেয়েছেন কিনা। প্রিয়ঙ্কা-রাহুল গান্ধীর ঠাকুমা ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করা কঙ্গনা জানান, না, না! তাঁরা কেউ আমাকে কিছু বলেননি। কিন্তু, সংসদে আমি প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করেছিলাম। উনি আমাকে আমার কাজের জন্য এবং আমার চুলের খুব প্রশংসা করেছিলেন। আমারও প্রশংসা শুনে ভালো লেগেছিল। একমুখ হাসি নিয়ে কঙ্গনা বলেন, আমি তখন প্রিয়ঙ্কাজিকে বলি, আপনি তো জানেন, আমি ইমারজেন্সি নামে একটি ছবি তৈরি করেছি। আমার ইচ্ছে আপনি যদি সিনেমাটি দেখেন। আপনার এই ছবিটি দেখা উচিত। দেখলে ভালো লাগবে।
সাক্ষাৎকারে সেদিনের কথা স্মরণ করে কঙ্গনা আরও বলেন, ওকে, মেবি (ঠিক আছে, দেখতে পারি)। কঙ্গনা আরও বলেন, আমার মনে হয়, ওনাদের যদি এতটুকুও মেনে নেওয়ার মতো ধৈর্য-ক্ষমতা থাকে, তাহলে এই ছবি দেখে তিনি প্রশংসাই করবেন। এই সেই কঙ্গনা যিনি গতবছর লোকসভা ভোটে জেতার পর প্রিয়ঙ্কা-রাহুল ভাইবোনকে সুবিধাভোগী বাচ্চা বলে বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন, দুজনকে দেখলে মনে হবে ওঁরা যেন মঙ্গল গ্রহ থেকে এসেছেন।
VIDEO | Here's what actor and BJP MP Kangana Ranaut (@KanganaTeam) said responding to a query whether she had any interaction with the Gandhi family regarding her upcoming film 'Emergency'.
— Press Trust of India (@PTI_News) January 8, 2025
"No, no, they didn't reach out to me, but I met Priyanka Gandhi in the Parliament and she… pic.twitter.com/UnbfsBxCxg
দেশের 'সবথেকে বিতর্কিত নেতা' ইন্দিরা গান্ধীর জীবনের একাংশ নিয়ে নির্মিত বিজেপি এমপি কঙ্গনা রনৌতের ছবি 'ইমারজেন্সি'র দ্বিতীয় ট্রেলার মুক্তি পেয়েছে গত সোমবার। বহু বিতর্কিত ও বহুবার মুক্তির দিন ঘোষণার পরেও পিছিয়ে যাওয়া এই ছায়াছবি আগামী ১৭ জানুয়ারি দর্শকদের সামনে আসতে চলেছে। উল্লেখ্য, এবছরই ইমারজেন্সি তথা দেশের একমাত্র জরুরি অবস্থা জারির ৫০ বছর পূর্তি। এবং আর কিছুদিনের মধ্যেই হতে চলেছে দিল্লি বিধানসভা নির্বাচনের মহাসংগ্রাম। বিশেষত, গুরু গোবিন্দ সিংয়ের জন্মদিনটিকে দ্বিতীয় ট্রেলার মুক্তির জন্য বেছে নেওয়ার কারণ হচ্ছে এই ছবিতে খলিস্তান আন্দোলন ও শিখ সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত কিছু অংশ ছিল বলে অভিযোগ। যার জন্য সেন্সর বোর্ডের কাঁচি পড়ে ছবিতে।
এই ছবি পুরোপুরি ইন্দিরা গান্ধীর বায়োপিক না হলেও ১৯৭৫ সালের জরুরি অবস্থা জারি, যা পুরোপুরি এই দেশের রাজনৈতিক পটভূমিকে বদলে দিয়েছিল। এবং পরবর্তী নির্বাচনে দেশে প্রথম ইন্দিরা-বিরোধী অ-কংগ্রেসি কেন্দ্রীয় সরকার গঠনের পথ খুলে দিয়েছিল। প্রকাশিত ঝলকে দেখা গিয়েছে, ইন্দিরার সেই বহু বিতর্কিত কথা, ইন্দিরা ইজ ইন্ডিয়া। এই ছবি সেই সময়কার রাজনৈতিক পাশার ছবিটি তুলে ধরেছে।
অনুপম খের অভিনীত জয়প্রকাশ নারায়ণ এবং শ্রেয়স তালপাড়ে অভিনয় করেছেন অটলবিহারী বাজপেয়ীর ভূমিকায়। ফিল্ড মার্শাল সাম মানেকশ হয়েছেন মিলিন্দ সোমন এবং জগজীবন রামের ভূমিকা করেছেন প্রয়াত অভিনেতা-পরিচালক সতীশ কৌশিক। দ্বিতীয় ট্রেলার মুক্তিতে ছবি সম্পর্কে কঙ্গনা রনৌত এক মন্তব্যে বলেছেন, দীর্ঘ পথ ও প্রতিবন্ধকতা পেরিয়ে আমি খুশি যে আমাদের ইমারজেন্সি ছবিটি শেষমেশ ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে। এই ছবির কাহিনি কেবলমাত্র একজন বিতর্কিত নেতাকে নিয়ে নয়, এই ছবি আজকের দিনেও সমান প্রাসঙ্গিক। প্রযোজক উমেশ কেআর বনসল আরও বলেছেন, এই ছবি গণতন্ত্র রক্ষার একটি দলিল। এবং যাঁরা গণতন্ত্র বাঁচাতে লড়াই করেছেন, তাঁদের প্রতি সম্মান প্রদর্শন।