শেষ আপডেট: 5 December 2023 12:07
দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে প্রত্যাশামতো ফল করতে পারেনি কংগ্রেস। বিজেপির কাছে হার মানতে হয়েছে হাত শিবিরকে। কংগ্রেস সহ বিরোধীদের একাংশ এই হারের পিছনে ইভিএম মেশিনকে দায়ী করেছে। ভোটের ফল প্রকাশের দু'দিন পর বিস্ফোরক অভিযোগ করলেন কংগ্রেস নেতা কমলনাথ। তাঁর দাবি, তাঁকে নাকি কয়েকজন প্রাক্তন বিধায়ক অভিযোগ করেছেন তাঁরা নিজেদের গ্রামেই ৫০টি ভোটও পাননি!
শুধু মধ্যপ্রদেশ নয়, হিন্দি বলয়ের আরও দুই রাজ্য রাজস্থান ও ছত্তীসগড়ে ফুটেছে পদ্ম। কংগ্রেস সহ বিরোধীদের অভিযোগ, ইভিএম মেশিনে নিশ্চয়ই কিছু কারচুপি করা হয়েছে। তাছাড়া এরকম ফল মোটেই প্রত্যাশিত ছিল না। তবে ইভিএম কারচুপি নিয়ে এখনই কিছু বলতে নারাজ কমলনাথ।
এবারের নির্বাচনে মধ্যপ্রদেশে কমলনাথকে সামনে রেখেই লড়াই করেছিল কংগ্রেস। ২০১৮ সালে ওই রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেস জিতে গদিতে বসেছিল। মুখ্যমন্ত্রী হয়েছিলেন কমলনাথ। যদিও পরে বিধায়ক কেনাবেচা করে কংগ্রেসকে সরিয়ে বিজেপি মধ্যপ্রদেশের মসনদে বসেছিল। এবারের নির্বাচনে আশা জাগিয়েছিল কংগ্রেস। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। বিজেপি ১৬৩টি আসন জিতে ফের ক্ষমতায় ফিরেছে। কংগ্রেস পেয়েছে মাত্র ৬৬।
ভোটের ফল প্রকাশের পরই কমলনাথ বলেছিলেন, কেন এমন হল তা নিয়ে পর্যালোচনা বৈঠকে বসতে হবে। জয়ী ও পরাজিত বিধায়কদের নিয়ে আলোচনা করবেন বলে জানান কমলনাথ। সত্যিই কি ইভিএম কারচুপি হয়েছে? কমলনাথকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আলোচনা ছাড়া এমন একটা সিদ্ধান্তে আসা সম্ভব নয়। আমি প্রথমে সবার সঙ্গে কথা বলতে চাই।'
তবে ভোটের ফল দেখে যে তিনি বিস্মিত তা প্রকাশ করেন কমলনাথ। তিনি দাবি করেন, এবারের ভোটে পাল্লা ভারী ছিল কংগ্রেসের দিকেই। মানুষ কংগ্রেসকেই যে পছন্দ করছেন, তা বোঝা যাচ্ছিল। তারপরও এই ফল হল। কিছু প্রাক্তন বিধায়ক বলেছেন নিজের গ্রামেই তাঁরা ভোট পাননি। এটা কীভাবে সম্ভব!
ভোটের ফল প্রকাশ হওয়ার পরে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে কমলনাথ জানান মানুষের এই রায়কে মাথা পেতে নিচ্ছেন তিনি। তাঁর কথায়, 'আমাদের বিরোধী দলে বসার দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমরা আমাদের দায়িত্ব পালন করব। এই মুহূর্তে মধ্যপ্রদেশের সবচেয়ে বড় প্রশ্ন হল মধ্যপ্রদেশের যুবকদের ভবিষ্যৎ এবং আমাদের কৃষকদের সমৃদ্ধি।'
चुनाव परिणाम में मध्य प्रदेश की जनता का फैसला मुझे स्वीकार है। हमें विपक्ष में बैठने की जिम्मेदारी दी गई है और हम अपनी जिम्मेदारी का निर्वहन करेंगे। मध्य प्रदेश के सामने अभी सबसे बड़ा सवाल यही है कि मध्य प्रदेश के युवाओं का भविष्य सुरक्षित हो, हमारे किसानों को खुशहाली मिले।
— Kamal Nath (@OfficeOfKNath) December 3, 2023
मैं…
তিনি আরও বলেন, 'আমি ভারতীয় জনতা পার্টিকে অভিনন্দন জানাই। আমি আশা করি, জনগণ তাদের প্রতি যে আস্থা দেখিয়েছে, তা তারা পালন করার চেষ্টা করবে। আমি সবসময় বলেছি যে মধ্যপ্রদেশের ভোটারদের প্রতি আমার আস্থা আছে এবং আজও আমি বলব মধ্যপ্রদেশের ভোটারদের প্রতি আমার আস্থা আছে। আমি সমস্ত পরাজিত প্রার্থী এবং বিজয়ী বিধায়কদের সঙ্গে পর্যালোচনা করব কেন আমরা মধ্যপ্রদেশের ভোটারদের কাছে আমাদের বক্তব্য ব্যাখ্যা করতে পারিনি।'