শেষ আপডেট: 12th November 2024 15:31
দ্য ওয়াল ব্যুরো: আগে যা করতেন, এখন তা চলবে না। দেশের প্রধান বিচারপতি পদে বসেই আইনজীবীদের দ্রুত শুনানির জন্য মৌখিক আবেদনের রীতি বন্ধ করে দিলেন সঞ্জীব খান্না। প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করে মঙ্গলবারেই সঞ্জীব খান্না আইনজীবীদের উদ্দেশে এই বিশেষ নির্দেশ দেন। তিনি বলেন, দ্রুত তালিকাবদ্ধ এবং শুনানির আবেদন জানিয়ে এখন থেকে আর মোখিক আর্জি বা তৎকাল আবেদন করা যাবে না। আইনজীবীদের তিনি ই-মেল অথবা চিঠিতে আবেদন জানাতে বলেন।
সাধারণত আইনজীবীরা দিনের কাজের শুরুতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের কাছে দ্রুত শুনানির আবেদন জানিয়ে মৌখিক আর্জি জানান। এ বিষয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, এখন থেকে মৌখিক আবেদন শোনা হবে না। শুধুমাত্র মেল কিংবা লিখিতভাবে জানাতে হবে। সেখানে দ্রুত শুনানির কারণ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে কৌঁসুলিদের।
নতুন প্রধান বিচারপতি আদালতের চৌকাঠকে মানুষের দরজায় তুলে ধরা বন্ধুত্বপূর্ণ করে তোলার বিষয়ে জোর দেন। বিচার ব্যবস্থাকে সর্বাত্মক করে তোলার কথা বলেন। তাঁর কথায়, সংবিধান আমাদের উপরেই আস্থা রাখে। সংবিধানই আমাদের উপর অভিভাবকত্বের দায়ভার দিয়েছে। মৌলিক অধিকার রক্ষা করা আমাদের কাজ। বিচার চাইতে মানুষকে যথাযথ বিচার দেওয়ার ক্ষেত্রে আমাদের হাতে সম্পূর্ণ দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে।
বকেয়া মামলার দ্রুত নিষ্পত্তির কথাও তুলে ধরেন তিনি। আইনি প্রক্রিয়াকে সহজ করে তোলার উপর জোর দেন। একটি সহজতর কৌশলে বিচারের সময় কমিয়ে আনাই লক্ষ্য শীর্ষ বিচারপতির। যার ফলে নাগরিকদের জীবনে বিচার চাওয়া যেন গলার কাঁটা না হয়ে ওঠে।
এদিনই প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের আমলে চলা নীতি আমূল বদলে দেন বর্তমানী। নির্মাণ ধ্বংস কিংবা মক্কেলের গ্রেফতারি এড়ানোর আবেদনে এতদিন আইনজীবীরা কাজের আগেই দ্রুত শুনানির আর্জি মৌখিকভাবে করতেন। এদিন চেয়ারে বসেই কাজ সেই তৎকাল আবেদনের দীর্ঘদিনে রীতি বদলে দিলেন প্রধান বিচারপতি খান্না।