বিচারপতি জয়মাল্য বাগচী।
শেষ আপডেট: 7th March 2025 11:54
শেষবার ২০১৩ সালে প্রধান বিচারপতির পদে ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি আলতামাস কবীর। তাঁর অবসরের পর থেকে দীর্ঘ সময় ধরে কলকাতা হাইকোর্টের কোনও বিচারপতি সুপ্রিম কোর্টের সর্বোচ্চ পদে বসেননি।
তবে বর্তমানে সুপ্রিম কোর্টে একমাত্র বাঙালি বিচারপতি হিসেবে রয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। এবার সেই তালিকায় তো নতুন সংযোজন হচ্ছেনই বিচারপতি বাগচী, শুধু তাই নয়, বিচারপতি কেভি বিশ্বনাথন ২০৩১ সালের ২৫ মে অবসর নিলে, জয়মাল্য বাগচীই তাঁর পদে দায়িত্ব নেবেন বলে জানা গেছে।
২০৩১ আসতে এখনও ছ'বছর দেরি হলেও, সুপ্রিম কোর্টের অন্দরে বিচারপতি বাগচীর সিজেআই হওয়া নিয়ে আলোচনা শোনা যাচ্ছে এখন থেকেই। আসন্ন এই পরিবর্তন নিয়ে উত্তেজনা ছড়িয়েছে কলকাতা হাইকোর্টের অন্দরমহলেও।
২০১১ সালের ২৭ জুন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে কাজ শুরু করেছিলেন জয়মাল্য বাগচী। এর পর সাময়িকভাবে তাঁকে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে বদলি করা হলেও, ওই বছরের ৮ নভেম্বরের মধ্যেই তিনি কলকাতায় ফিরে আসেন। সেই থেকে শুরু করে দীর্ঘ ১৪ বছর ধরে আইনের অলিন্দে সুবিচার নির্মাণের ক্ষেত্রে তাঁর অবদান প্রশংসিত হয়েছে।
এখন দেশবাসী তাঁকে বাঙালি প্রধান বিচারপতি হিসেবে পাবে কিনা, তা জানতে নজর ২০৩১-এ।