শেষ আপডেট: 7th January 2025 12:09
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা এখনও থিতিয়ে পড়েনি। সেই আবহে আবারও জুনিয়র চিকিৎসককে ধর্ষণের ঘটনা সামনে এসেছে। এবার ঘটনা মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলার।
অভিযোগ, সেখানকার এক সরকারি মেডিকেল কলেজের ফাঁকা হোস্টেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ করেন তাঁরই সহকর্মী। পুলিশ সূত্রে খবর, ২৫ বছর বয়সী অভিযুক্ত যুবককে ধর্ষণের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে রোববার গজরাজা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসের ভিতরে। ঘটনার পর চিকিৎসক তরুণী স্থানীয় কম্পু থানায় অভিযোগ দায়ের করেন। বলেন, অভিযুক্ত যুবক তথা সহকর্মী তাঁকে দেখা করতে ডেকেছিল।
তরুণী চিকিৎসকের কথায়, একটি পুরনো খালি হোস্টেলে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করা হয়। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার হলে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ করে খুন করার অভিযোগ ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার হয়েছিল সঞ্জয় রায়।
এই সিভিক ভলেন্টিয়ার ছাড়া আর কেউ এই ঘটনায় গ্রেফতার হয়নি। ঘটনায় তোলপাড় পড়ে যায় রাজ্য তথা দেশে। সেই প্রতিবাদ এখনও অব্যাহত। তারই আবহে আবারও তরুণী চিকিৎসককে ধর্ষণের ঘটনা সামনে এল।