গণেশ পুজোয় নরেন্দ্র মোদী এবং ডিওয়াই চন্দ্রচূড়
শেষ আপডেট: 28th October 2024 08:12
দ্য ওয়াল ব্যুরো: আর দিন বারো পর দেশের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন তিনি। তাঁর আগে নিজেকে নিয়ে তৈরি হওয়া বিতর্কের জবাব দিলেন ডিওয়াই চন্দ্রচূড়। প্রধান বিচারপতির সাফ কথা হাই কোর্ট, সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধান বিচারপতিরা সামাজিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীদের বাড়িতে যেতেই পারেন। তাঁরা সেখানে কখনও মামলা নিয়ে আলোচনা করেন না। কারণ, দু-পক্ষই এই ব্যাপারে তাঁদের কর্তব্য সম্পর্কে সচেতন।
প্রধান বিচারপতি আলাদা করে ভারতের বিচার ব্যবস্থার কথা বলেন। তাঁর কথায়, আমাদের বিচার ব্যবস্থা এতটা দুর্বল নয় যে সরকারের শীর্ষ কর্তাদের সঙ্গে সামাজিক অনুষ্ঠানে দেখা হওয়াতেই বিচারের বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন তোলা যায়। তাঁর বক্তব্য, বিচারালয়ে আমার দীর্ঘ কর্মজীবনে আমি কখনও দেখিনি, শুনিনি সামাজিক অনুষ্ঠানে দেখা সাক্ষাৎ বিচারে প্রভাব ফেলেছে।
বিদায়ী প্রধান বিচারপতির এই মন্তব্যের কারণ, গত গণেশ চতুর্থীতিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিল্লিতে চন্দ্রচূড়ের বাড়িতে যাওয়া নিয়ে। বিরোধীরা তো বটেই, বিচারালয়ের সঙ্গে যুক্ত অনেকেই প্রশ্ন তোলেন, এটা সঠিক কাজ হয়নি। প্রধান বিচারপতির উচিত হয়নি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর। প্রধানমন্ত্রীর উচিত ছিল আমন্ত্রণ এড়িয়ে যাওয়া।
প্রধান বিচারপতির বাড়িতে প্রধানমন্ত্রীর গণেশ চতুর্থীতির দিনে যাওয়া, পুজো দেওয়ার ছবি নরেন্দ্র মোদীর দফতর থেকেই এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছিল। বিরোধী নেতাদের অনেকেই বলেন, এটা পরিকল্পিত সিদ্ধান্ত। প্রধান বিচারপতি মহারাষ্ট্রের মানুষ। ওই রাজ্যে আগামী মাসের শেষে বিধানসভার ভোট। তাই প্রধানমন্ত্রী মারাঠি পোশাক পরে প্রধান বিচারপতির বাড়িতে গিয়েছিলেন।