শেষ আপডেট: 17th March 2025 13:52
দ্য ওয়াল ব্যুরো: সোমবার সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি হিসেবে শপথ নিলেন জয়মাল্য বাগচী (Justice Joymalya Bagchi)। সপ্তাহখানেক আগে শীর্ষ আদালতে তাঁর নিয়োগে ছাড়পত্র দিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার (Central Government)। তারপর এদিনই দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে শপথ নিলেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে, সোমবারই সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতির বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী।
সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি বাগচীর নাম সুপারিশ করেছিল দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে। সেই নামে অনুমোদন দিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারপরই পদক্ষেপ করে কেন্দ্র। সোমবার সকালে শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে তাঁকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এতদিন সুপ্রিম কোর্টে একমাত্র বাঙালি বিচারপতি হিসেবে ছিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত। এবার তাঁর সঙ্গে যুক্ত হল জয়মাল্য বাগচীর নাম।
শেষবার ২০১৩ সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি আলতামাস কবীর। তাঁর অবসরের পর থেকে দীর্ঘ সময় ধরে কলকাতা হাইকোর্টের কোনও বিচারপতি সুপ্রিম কোর্টের সর্বোচ্চ পদে বসেননি। এখন মনে করা হচ্ছে, বিচারপতি কেভি বিশ্বনাথন ২০৩১ সালের ২৫ মে অবসর নিলে, জয়মাল্য বাগচীই তাঁর পদে দায়িত্ব নেবেন।
২০১১ সালের ২৭ জুন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে কাজ শুরু করেছিলেন জয়মাল্য বাগচী। এর পর সাময়িকভাবে তাঁকে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে বদলি করা হলেও, ওই বছরের ৮ নভেম্বরের মধ্যেই তিনি কলকাতায় ফিরে আসেন। এবার সু্প্রিম কোর্টে নতুন যাত্রা শুরু করলেন বিচারপতি জয়মাল্য বাগচী।