শেষ আপডেট: 9th March 2025 10:09
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের সীতাপুরে শনিবার (৯ মার্চ) লখনউ-দিল্লি জাতীয় সড়কের উপর গুলি করে খুন করা হল এক সাংবাদিক ও আরটিআই কর্মীকে। মৃত রাঘবেন্দ্র বাজপেয়ী উত্তরপ্রদেশের হিন্দি দৈনিক পত্রিকার স্থানীয় সংবাদদাতা ছিলেন।
প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলে মনে হলেও, পরে হাসপাতালে চিকিৎসকরা তাঁর দেহে তিনটি গুলির ক্ষতচিহ্ন খুঁজে পাওয়ার পর ঘটনাটি হত্যাকাণ্ডে রূপ নেয়। জানা গিয়েছে, আততায়ীরা প্রথমে তাঁর মোটরবাইককে ধাক্কা মারে এবং এরপর তাঁকে তিনবার গুলি করা হয়।
স্থানীয় সূত্রে খবর, ৩৫ বছর বয়সি এই সাংবাদিক শনিবার দুপুরে একটি ফোন কল পাওয়ার পর বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর বিকেল ৩টে ১৫ মিনিট নাগাদ জাতীয় সড়কের উপর তাঁকে হত্যা করা হয়। এখনও পর্যন্ত খুনের পিছনের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি, তাই এখনো এফআইআর দায়ের করা হয়নি।
তবে পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের ধরতে চারটি দল গঠন করা হয়েছে। মহোলি, ইমালিয়া ও কোতওয়ালি থানার পুলিশ ছাড়াও সার্ভেইল্যান্স ও এসওজি (স্পেশাল অপারেশন গ্রুপ)-এর টিম তদন্তে নেমেছে। দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।