শেষ আপডেট: 31st October 2024 14:17
দ্য ওয়াল ব্যুরো: ফের এক সাংবাদিক খুনের ঘটনা ঘটল দেশে। উত্তরপ্রদেশে দিলীপ সাইনি নামের এক সাংবাদিককে ছুরি মেরে খুন করা হয়েছে। এই ঘটনায় আহত তাঁর বিজেপি নেতা বন্ধুও। তিনি এখন হাসপাতালে ভর্তি। ঠিক কী কারণে এই ঘটনা তা স্পষ্ট না হলেও অনুমান করা হচ্ছে পারিবারিক কোনও বিবাদের জেরেই খুন হয়েছেন ওই সাংবাদিক।
বুধবার রাতে উত্তরপ্রদেশের ফতেপুর জেলায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সাংবাদিকের বাড়িতে ঢুকেই তাঁদের ওপর হামলা করা হয়। তাঁর বন্ধু যিনি বিজেপির সংখ্যালঘু সেলের নেতা, গুরুতর আহত হয়েছেন। তাঁর নাম শাহিদ খান। তিনি জানিয়েছেন, একসঙ্গে বসে রাতের খাবার খাচ্ছিলেন তাঁরা। সেই সময়ে একটি ফোন আসে। সাইনি ফোন কথা বলার সময়ই আচমকা ঘরে ঢুকে পড়ে কয়েকজন। ছুরি দিয়ে কার্যত কোপাতে থাকে তাঁকে!
সাংবাদিকের বন্ধু তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁকেও আক্রমণ করেছিল দুষ্কৃতীরা, কিন্তু তিনি কোনও রকমে প্রাণে বাঁচেন। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই দিলীপের মৃত্যু হয়ে বলে জানিয়েছে পুলিশ। তাঁরা প্রাথমিক তদন্ত করে জানতে পেরেছে, ফতেপুর এবং লখনউয়ে কিছু সম্পত্তি ছিল সাংবাদিক দিলীপের। সেই নিয়ে কোনও দ্বন্দ্ব হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অন্তত ১৬-১৭ জন মিলে সাইনির বাড়িতে হামলা করেছিল। পুলিশ জানতে পেরেছে, এদের মধ্যে কয়েকজনকে তাঁরা চিনলেও বাকি কাউকেই চিনতেন না। এর থেকে বোঝা যায়, দুষ্কৃতীরা লোক ভাড়া করেও আনতে পারে এই কাজের জন্য। ইতিমধ্যেই অভিযুক্তদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।