শেষ আপডেট: 27th January 2025 15:54
দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ সংশোধনী বিল মঞ্জুর করে দিল যৌথ সংসদীয় কমিটি। সোমবার কেন্দ্রের শাসকদল বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক জোটের প্রস্তাবিত ১৪টি রদবদলেই সবুজ সংকেত দিয়ে জেপিসি। নয়া সংশোধনীতে ওয়াকফ আইনে মোট ৪৪টি পরিবর্তন আনতে চলেছে সরকার। গত ৮ অগস্ট ওয়াকফ সংশোধনী বিল, ২০২৪ যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছিল। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভায় প্রস্তাবিত বিল পেশের পরেই তা জেপিসিতে পাঠানো হয়েছিল।
বিজেপি এমপি জগদম্বিকা পালের নেতৃত্বধীন এই কমিটি সর্বমোট ৬৭টি সংশোধনীর প্রস্তাব দিয়েছে। যার মধ্যে ২৩টি হল বিজেপির তরফে এবং ৪৪টি বিরোধী সদস্যদের তরফে। এদিন জগদম্বিকা পাল বলেন, ৪৪টি সংশোধনী নিয়ে কমিটিতে গত ৬ মাস ধরে বিস্তারিত আলোচনা হয়েছে। এদিন ছিল চূড়ান্ত বৈঠক। সেখানে সংখ্যাগরিষ্ঠের ভোটে ১৪টি সংশোধনী গৃহীত হয়েছে। দল ধরে ভোটাভুটিতে বিরোধী এমপিদের প্রস্তাবগুলি খারিজ হয়ে গিয়েছে।
এই প্যানেলে ১৬ জন ছিলেন বিজেপি ও শাসক জোটের সদস্য। আর ১০ জন ছিলেন বিরোধী এমপি। পাল জানান, বিরোধীদের প্রস্তাবগুলিও ভোটাভুটিতে ওঠে। তাতে ওরা পেয়েছে ১০টি ভোট, বিরুদ্ধে পড়েছে ১৬টি ভোট। কমিটির রিপোর্ট জমা পড়বে আগামী ৩১ জানুয়ারি। এদিকে, বিরোধীদের অভিযোগ, প্যানেলের কার্যকলাপে চেয়ারম্যান একপেশে মনোভাব নিয়েছেন। তাঁদের কথার গুরুত্ব দেওয়া হয়নি। তৃণমূল এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এটা একটা প্রহসন হয়েছে। আমাদের কথা শোনা হয়নি। স্বেচ্ছাচারী ভূমিকায় কাজ করেছেন জেপিসির চেয়ারম্যান।
আজ যেটা হয়েছে, সেটা করার জন্য আগে থেকেই ওরা তৈরি ছিল। একথা জানিয়ে কল্যাণ আরও বলেন, ওরা আমাদের কোনও কথাই বলতে দেয়নি। কোনও নিয়ম-বিধি মানা হয়নি। উপধারা অনুযায়ী ধরে ধরে আমরা আলোচনার দাবি জানিয়েছিলাম কিন্তু আমাদের কথাই শোনেনি। জগদম্বিকা পাল সংশোধনীগুলি প্রস্তাব করেন এবং পর মুহূর্তে ঘোষণা করে দিলেন, আমাদের দাবি না শুনেই। গণতন্ত্রের পক্ষে এটা অত্যন্ত খারাপ দিন, বলেন কল্যাণ। পাল অবশ্য শ্রীরামপুরের সাংসদের অভিযোগ অস্বীকার করে বলেছেন, যা হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতেই হয়েছে।