শেষ আপডেট: 27th January 2025 11:22
দ্য ওয়াল ব্যুরো: অশান্ত মণিপুরের বিভিন্ন জায়গায় হানা দিয়ে এবার বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হল। অসম রাইফেলস, মণিপুর পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী। রাজ্যের পার্বত্য অঞ্চলের একাধিক জায়গায় অভিযান চালিয়েছিল সেনা। তাতেই আসে সাফল্য।
গত ১৯ জানুয়ারি মণিপুরের বিষ্ণুপর জেলার বুংতে চিরু গ্রামের নানা প্রান্তে হানা দিয়েছিল সেনা এবং পুলিশের দল। গোপন সূত্রে তাঁদের কাছে খবর ছিল ওই সব এলাকায় প্রচুর অস্ত্রের সম্ভার রয়েছে। এই অভিযানে স্নাইপার রাইফেল থেকে শুরু করে ৯ এমএম পিস্তল, ব্যারেল রাইফেল, গ্রেনেড সহ বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এরপর ২০ জানুয়ারি ফের একবার অভিযান চালানো হয় জিরিব্রাম, পশ্চিম ইম্ফল, থৌবালের মতো একাধিক পার্বত্য জেলায়। সেই অভিযান মিলিয়ে কমপক্ষে ৩৫টি অস্ত্র উদ্ধার হয়েছে কার্তুজ এবং গ্রেনেড ছাড়া। তার মধ্যে রয়েছে মেশিন গান, পয়েন্ট ৩০৩ রাইফেল, মর্টার। তবে শুধুমাত্র এই ২ দিন নয়। এরপর একে একে বেশ কিছুদিন ধরে লাগাতার রাজ্যের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছে সেনা। প্রতিবারই কোনও না কোনও স্থান থেকে অস্ত্র উদ্ধার হয়েছে।
কুকি-মেইতেই সংঘর্ষে দীর্ঘদিন ধরে উত্তাল মণিপুর। বিগত কয়েক মাসে অজস্রবার হামলা হয়েছে সেনাবাহিনীর ওপর, পুলিশও হামলার শিকার হয়েছে। এছাড়া আহত এবং মৃতের সংখ্যাও দিনদিন বেড়েছে। এখন নতুন করে কোনও সংঘর্ষের প্রস্তুতি নেওয়া হচ্ছিল কিনা, সেই প্রশ্ন উঠেছে এই বিপুল অস্ত্র উদ্ধারের ঘটনায়। আপাতত উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হয়েছে মণিপুর পুলিশের হাতে।
প্রসঙ্গত, গত বছরের মে মাস থেকে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে হিংসা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। এখনও পর্যন্ত ২৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ঘর ছাড়া হয়েছেন কয়েক হাজার মানুষ।