শেষ আপডেট: 11th November 2024 23:25
দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ নিয়ে জেপিসি-র (জয়েন্ট পার্লামেন্টারি কমিটি) কলকাতা-সহ পাঁচ শহরে সফর করার কথা ছিল। তবে উপ নির্বাচনের জন্য কলকাতার সফর পিছিয়ে দেওয়ার দাবি আগেই জানিয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
জেপিসি চেয়ারম্যান জগদম্বিকা পাল অবশ্য সফরে অনড় ছিলেন। ফলে পাঁচ শহরের এই সফর বয়য়কটের ডাক আগেই দিয়েছিল ইন্ডিয়া জোটের সাংসদরা। ইতিমধ্যে ৯ নভেম্বর থেকে জেপিসির সফর শুরুও হয়েছে। তবে ১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত কলকাতা, পটনা, লখনউতে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করার যে কথা ছিল জেপিসির সদস্যদের তা পিছিয়ে দেওয়া হল।
সোমবার রাতে জেপিসির তরফে এখবর সামনে আসতেই উচ্ছ্বাস দেখা গিয়েছে বিরোধী শিবিরে। এর আগে এ ব্যাপারে কলকাতা প্রেস ক্লাবে বসে ইন্ডিয়া জোটের হয়ে জেপিসির বৈঠক বয়কটের ডাক দিয়েছিলেন কল্যাণ। এদিন তিনি বলেন, "আমাদের বিরোধীদের ঐক্যবদ্ধ আন্দোলনের জেরেই শেষ পর্যন্ত কলকাতা, পটনা, লখনউয়ে জেপিসি সফর স্থগিত করতে বাধ্য হলেন চেয়ারম্যান।"
তবে জেপিসির পাঁচ সদস্যের প্রতিনিধি দল ইতিমধ্যে ৯ নভেম্বর থেকে গুয়াহাটি, ভুবনেশ্বর সফর শুরু করেছেন। কল্যাণ বলেন, "আমরা প্রথম থেকেই বলেছিলাম, উপ নির্বাচনের জন্য এই সফর পিছিয়ে দেওয়া হোক। তখনই আমাদের কথা শুনলে এভাবে মাঝপথে বৈঠক স্থগিত করে জেপিসিকে হাস্যকর জায়গায় পৌঁছতে হত না।" এ ব্যাপারে অবশ্য জেপিসি চেয়ারম্যান জগদম্বিকা পালের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
এর আগে কলকাতার সাংবাদিক বৈঠক থেকে জেপিসি (জয়েন্ট পার্লামেন্টারি কমিটি) নিয়ে একাধিক অভিযোগ সামনে এনেছেন কল্যাণ। তাঁর অভিযোগ, "সপ্তাহে ২ দিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জেপিসির মিটিং ডাকা হচ্ছে। অথচ সেখানে ঘণ্টার পর ঘণ্টা বিরোধীদের বসিয়ে রেখেও কোনও কথা বলতে দেওয়া হচ্ছে না। জেপিসির চেয়ারম্যান দেশের স্বার্থের পরিবর্তে নিজেদের এজেন্ডা মেনে অগণতান্ত্রিকভাবে কাজ করছেন।" এ ব্যাপারে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ করেছিলেন কল্যাণ।
সম্প্রতি জেপিসির মিটিংয়ে গোলমালে জড়িয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গোলমালের মধ্যে কাচের বোতল ভেঙে সেই কাচের টুকরোয় কল্যাণ জখমও হয়েছিলেন। ঘটনায় একদিনের জন্য কল্যাণকে সাসপেন্ডও করেছিলেন জেপিসি কমিটির চেয়ারম্যান। সেই থেকে চেয়ারম্যান জগদম্বিকা পালের সঙ্গে কল্যাণের বিরোধ ছিলই। এবার বৈঠক স্থগিত হয়ে যাওয়ায় ফের কল্যাণের নিশানায় জগদম্বিকা পাল।