শেষ আপডেট: 4th July 2024 17:31
দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে বৃহস্পতিবার শপথ নিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতা হেমন্ত সোরেন। এদিন সকালে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন হেমন্তকে সরকার গঠনের আহ্বান জানান। উল্লেখ্য, গতকাল বুধবার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন চম্পাই সোরেন। চম্পাইয়ের ইস্তফার পর ২৪ ঘণ্টার আগেই তৃতীয়বারের জন্য হেমন্ত সোরেন ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেন।
হেমন্ত হাইকোর্টে জামিনে মুক্ত হওয়ার পর বুধবার মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক বসে শাসক ইন্ডিয়া জোটের। সেখানে কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল সহ জেএমএমের বিধানসভা সদস্যরাও হেমন্তকে তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে বসাতে একমত হন। ইন্ডিয়া জোটের বিধায়কদের বৈঠকে চম্পাইকে সরিয়ে প্রাক্তনকে মুখ্যমন্ত্রীর পদে ফিরিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও তাতে একেবারেই খুশি হননি বর্ষীয়ান নেতা।
দলীয় সূত্রে জানা গিয়েছে, চম্পাই খুবই দুঃখ পেয়েছেন। জেএমএমের বিধান পরিষদীয় দলের বৈঠকে তিনি 'অপমানিত' বোধ করছেন। তাই দেরি না করে গতকালই সন্ধ্যায় তিনি রাজভবনে গিয়ে পদত্যাগ করেন। সান্ত্বনা পুরস্কার হিসেবে চম্পাই সোরেনকে দলের কার্যকরী সভাপতির পদ দেওয়া হবে। যে পদে এতদিন ছিলেন খোদ হেমন্ত।
উল্লেখ্য, আর কয়েক মাস পরেই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন আছে। সেই ভোটে হেমন্ত সোরেনকেই মুখ্যমন্ত্রী মুখ করে এগতে চায় ইন্ডিয়া জোট। কিন্তু, একইসঙ্গে এই সিদ্ধান্ত বিজেপির হাতে অতিরিক্ত অস্ত্র তুলে দিল বলে মনে করা হচ্ছে। কারণ, বিরোধী দল বিজেপি এই ইস্যুতে দুর্নীতি ও কেলেঙ্কারিতে অভিযুক্ত মুখ্যমন্ত্রী এবং পরিবারবাদী রাজনীতির হাতিয়ারে শান দিতে শুরু করবে। আক্রমণের প্রথম ধাপ হিসেবে বিজেপির এক এমপি নিশিকান্ত দুবে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ঝাড়খণ্ডে চম্পাই সোরেনের জমানা খতম।
জেএমএমকে নিশানা করে তিনি আরও লিখেছেন, পরিবারকেন্দ্রিক দলে পরিবারের বাইরে কারও রাজনৈতিক ভবিষ্যৎ নেই। প্রসঙ্গত, ৬৭ বছর বয়সি চম্পাই শুধুমাত্র জেএমএমের অভিজ্ঞ নেতাই নন, দল প্রতিষ্ঠার সময় তিনিই ছিলেন গুরুজি শিবু সোরেনের ছায়াসঙ্গী। এমনকী জানুয়ারিতে যখন হেমন্ত সোরেন গ্রেফতার হন, তখন রাতারাতি একটি প্রায় ভেঙে পড়া সরকারের শক্ত হাতে হাল ধরেন তিনি।
প্রসঙ্গত, প্রায় পাঁচ মাস পর গত ২৮ জুন ঝাড়খণ্ড হাইকোর্ট হেমন্ত সোরেনকে জামিনে মুক্তি দেয়। সেই জামিনের বিরোধিতা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট খুব শীঘ্রই সুপ্রিম কোর্টে বিশেষ অবসরকালীন আর্জি জানাতে চলেছে।