চূড়ান্ত ফল জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ।
শেষ আপডেট: 23 November 2024 09:35
দ্য ওয়াল ব্যুরো: দুই রাজ্যের বিধানসভা ভোট ড্র হতে চলেছে। মহারাষ্ট্র বিধানসভা ভোটে বিপুল ফারাকে বিজেপি নেতৃত্বাধীন মহায়ুতি জোট এগিয়ে থাকলেও প্রাথমিক প্রবণতায় ঝাড়খণ্ড দখল করতে চলেছে ইন্ডিয়া জোট। সেখানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতৃত্বাধীন কংগ্রেস-আরজেডির জোট সরকার গঠনের প্রয়োজনীয় ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে। এই হিসাব ভোটগণনার প্রবণতা অনুযায়ী। চূড়ান্ত ফল জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ।
ঝাড়খণ্ডের মহা গাঁটবন্ধন ৫২টি আসনে এগিয়ে রয়েছে। তার মধ্যে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনসহ জেএমএম ২০টিতে, কংগ্রেস ১০টি, আরজেডি ৫, সিপিআইএল ২টিতে এগিয়ে। এনডিএ ২৭টিতে এগিয়ে রয়েছে। বিজেপি ২১, এডেএসইউপি ১ এবং জেডিইউ ১টিতে এগিয়ে।
মহারাষ্ট্রে শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, বিজেপি নেতৃত্বাধীন মহায়ুতি জোট ২২৭টি আসনে এগিয়ে রয়েছে। সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন ১৪৫টি আসন। অন্যদিকে, মহা বিকাশ আঘাড়ির বিরোধী জোট ৫১টি আসনে এগিয়ে। নির্দল ২, অন্যান্য ৮টি আসনে এগিয়ে রয়েছে।
শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বারহাইত কেন্দ্রে মাত্র হাজার পাঁচেক ভোটে এগিয়ে রয়েছেন। অন্যদিকে, তাঁর স্ত্রী কল্পনা সোরেন গান্ডে কেন্দ্রে পিছিয়ে থাকলেও এখন এগিয়ে গিয়েছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা তথা বর্তমানে বিজেপি প্রার্থী, প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন প্রথম দিকে পিছিয়ে থাকলেও এখন সাড়ে ৮শোর কিছু বেশি ভোটে এগিয়ে। বিজেপির রাজ্য সভাপতি বাবুলাল মারান্ডি ধানওয়ার কেন্দ্রে পাঁচ হাজারের বেশি ভোটে এগিয়ে গিয়েছেন।