শেষ আপডেট: 15th February 2025 23:11
দ্য ওয়াল ব্যুরো: সরকারি কর্মী হয়েও জঙ্গিদের সাহায্য করেছিলেন। সেই অভিযোগে জম্মু ও কাশ্মীরের ৩ সরকারি কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলেন উপরাজ্যপাল মনোজ সিনহা। জানা গিয়েছে, জঙ্গি যোগের অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি এক পুলিশ কনস্টেবল, শিক্ষক ও বন দফতরের কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
অভিযুক্ত তিন সরকারি কর্মীর নাম ফিরদৌস আহমেদ ভাট (পুলিশকর্মী), মহম্মদ আসরফ ভাট (শিক্ষক), নিসার আহমেদ খান (বন কর্মী)। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পর সরকারের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, এই দেশের খাবে। সরকারের থেকে টাকা নিয়ে জঙ্গিদের সাহায্য করবে, তা কোনওমতেই মেনে নেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে কড়া শাস্তির নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যাচ্ছে, পুলিশকর্মী ফিরদৌস ২০০৫ সালে যোগ দিয়েছিলেন স্পেশাল পুলিশ ফোর্সে। ২০১১ সালে কনস্টেবল পদে পদোন্নতি হয় তাঁর। কিন্তু ২০২৪ সালে লস্কর জঙ্গিদের সাহায্য করার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। ২০২০ সালে উপত্যকায় আশরফ ভাট নামে এক সাব ইন্সপেক্টরকে খুন করেছিল জঙ্গিরা। অভিযোগ, সেই ঘটনায় জঙ্গিদের সাহায্য করেছিলেন ফিরদৌস।
অন্যদিকে, নিসার আহমেদ খান হিজবুল মুজাহিদিনের সঙ্গে যোগসাজশের কারণে তাঁকেও গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি পেশায় শিক্ষক মহম্মদ আসরফ ভাট লস্কর ই তইবার মোস্ট ওয়ান্টেড জঙ্গি মহম্মদ কাসিমের হ্যান্ডেলার হিসেবে পরিচিত।
জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূলের নির্দেশ দিয়েছেন মনোজ সিনহা। গত১৩ ফেব্রুয়ারি এক বৈঠকে উপরাজ্যপাল নির্দেশ দেন, যারা সন্ত্রাসকে সমর্থন করছে ও অর্থ সাহায্য করছে প্রত্যেককে এর মূল্য চোকাতে হবে। পাশাপাশি গোয়েন্দা বিভাগকে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।