শেষ আপডেট: 13th July 2024 14:57
দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে শনিবার দেখা করলেন জামিনে মুক্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। স্ত্রী তথা বিধায়ক কল্পনা সোরেনকে নিয়ে এদিন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন তথা রাজ্যসভা সদস্য সনিয়ার বাড়ি ১০ জনপথে গিয়ে দেখা করেন হেমন্ত। এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলেছেন সোরেন। তিনি বলেন, লোকসভা ভোটের ফল ও জেল থেকে বেরনোর পর সনিয়াজির সঙ্গে দেখা হয়নি বলেই তাঁর এদিন যাওয়া।
ঝাড়খণ্ডের আসন্ন বিধানসভা ভোট নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে সোরেন বলেন, ভোট নিয়ে কথাবার্তা চলছে। তবে সনিয়ার সঙ্গে ভোট নিয়ে আলোচনা হয়নি। তিনি আরও বলেন, এদেশের মানুষ অত্যন্ত সংবেদনশীল ও সহ্যশক্তি রয়েছে তাঁদের। যতক্ষণ পারা যায় সহ্য করে যাওয়ার পর ভোট দিয়ে বুঝিয়ে দেন, তাঁরা কী চান?
হেমন্ত আশা করেন, শীঘ্রই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও জামিন পেয়ে যাবেন। সংবিধান হত্যা দিবস প্রসঙ্গে জেএমএম নেতার মন্তব্য, একমাত্র বিজেপির লোকেরাই জানেন, তাঁরা কী বলছেন আর কী বলছেন না। ওরা যা ভেবে থাকে যে, মানুষকে টাকা দিয়ে কেনা যায়। তা হয় না। গণতন্ত্রের এটাই একটা সুন্দর বিষয় যে, লোক প্রথমে সহ্য করে, তারপর যখন অসহ্য হয়ে ওঠে তখন তার ফল সামনে আসে।
বিজেপি বিচারব্যবস্থাকে অপদস্থ করছে বলে অভিযোগ তুলে হেমন্ত বলেন, কিছুদিন ধরে দেশজুড়ে কী চলছে তা আপনারা সকলে দেখতে পাচ্ছেন। ওরা বিচার ব্যবস্থাকে হাস্যস্পদ করে তুলেছে। এদিন সনিয়ার সঙ্গে সাক্ষাৎকে সৌজন্য বললেও আচমকা কংগ্রেস নেত্রীর বাড়ি গিয়ে দেখা করাকে অনেকেই রাজনৈতিক বলে ব্যাখ্যা করতে চাইছেন।
ঝাড়খণ্ডে জেএমএমের সঙ্গী রয়েছে কংগ্রেস এবং আরজেডি। বিধানসভা ভোটের আগে দল ভাঙানোর খেলায় শেষ কামড় দিতে পারে বিজেপি। এখন থেকে তলায় তলায় সেই তৎপরতা চলছে বলে শাসক জোটের অভিযোগ। তাই কংগ্রেসকে শরিক হিসেবে ধরে রাখতে খোদ বকলমা দলনেত্রীর দরবারে হাজির হয়ে থাকতে পারেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত।