Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
পচা খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ! শিব সেনা বিধায়কের মারধরের পর লাইসেন্স বাতিল ক্যান্টিনের'মমতার নামে দুর্নীতির মামলা নেই,' দিল্লিতে বৈঠক সেরে সাংবাদিকদের প্রশ্নে বললেন দিলীপহাসিনাকে নিয়ে বিবিসি'র রিপোর্ট অসত্য, বিকৃত, এআই দিয়ে তৈরি, দাবি আওয়ামী লিগেরগুজরাতে সেতু ভেঙে নদীতে পড়ল গাড়ি, মৃত বেড়ে ১১, শোকপ্রকাশ ইউনুসের'২১ জুলাই এখন শহিদ দিবস নয়, হয়ে উঠেছে পিকনিক দিবস,' কটাক্ষ অধীর চৌধুরীর২ বাংলায় কি একই সময় ভোট? বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথায় জল্পনা, ভালমন্দ নিয়ে চর্চা শুরু এবার ভারতে পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেটকোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ ‘স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে চুপ থাকব?’, ডাক্তার নিগ্রহের অভিযোগ উঠতেই বিস্ফোরক কাঞ্চনরাজন্যার বিরুদ্ধে সরব বৈশালী, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলকে কালিমালিপ্ত করছে’
Hemant Soren-PM Narendra Modi

কী ব্যাপার! সনিয়ার পর মোদীর কাছে হেমন্ত সোরেন, এত সৌজন্যে কী চান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী?

নিজেই এক্স-এ একটি ছবি পোস্ট করে সোরেন লিখেছেন, নেহাতই সৌজন্য সাক্ষাৎ।

কী ব্যাপার! সনিয়ার পর মোদীর কাছে হেমন্ত সোরেন, এত সৌজন্যে কী চান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী?

সম্প্রতি ঝাড়খণ্ড হাইকোর্ট জামিনে মুক্তি দেয় সোরেনকে।

শেষ আপডেট: 15 July 2024 11:56

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধীর পর সোমবার 'পরম শত্রু' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। গত শনিবার দেখা করেন সনিয়ার সঙ্গে। স্ত্রী তথা বিধায়ক কল্পনা সোরেনকে নিয়ে কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন তথা রাজ্যসভা সদস্য সনিয়ার বাড়ি ১০ জনপথে গিয়ে দেখা করেন হেমন্ত। এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলেছিলেন সোরেন। এদিন মোদীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

সম্প্রতি ঝাড়খণ্ড হাইকোর্ট জামিনে মুক্তি দেয় সোরেনকে। তারপর ফের তিনি মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন। সোমবার জামিনে মুক্তি ও পুনর্বার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রধানমন্ত্রীর কাছে গিয়ে দেখা করেন তিনি। নিজেই এক্স-এ একটি ছবি পোস্ট করে সোরেন লিখেছেন, নেহাতই সৌজন্য সাক্ষাৎ। কিন্তু, তাঁর এহেন সৌজন্য নিয়ে হাত গুটিয়ে বসে নেই রাজনৈতিক পরচর্চাকারীরা। রাজনৈতিক মহলের বিশ্লেষণ, তাহলে কি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী দুই কুলোর বাতাস একসঙ্গে খেতে চাইছেন?

ঝাড়খণ্ডের আসন্ন বিধানসভা ভোট নিয়ে সনিয়ার সঙ্গে তাঁর মধ্যে কথা হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে সোরেন বলেছিলেন, ভোট নিয়ে কথাবার্তা চলছে। তবে সনিয়ার সঙ্গে ভোট নিয়ে আলোচনা হয়নি। তিনি আরও বলেন, এদেশের মানুষ অত্যন্ত সংবেদনশীল ও সহ্যশক্তি রয়েছে তাঁদের। যতক্ষণ পারা যায় সহ্য করে যাওয়ার পর ভোট দিয়ে বুঝিয়ে দেন, তাঁরা কী চান? বলা বাহুল্য সোরেনের তির ছিল সরাসরি মোদী নেতৃত্বাধীন বিজেপির দিকে।

হেমন্ত আশা করেন, শীঘ্রই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও জামিন পেয়ে যাবেন। সংবিধান হত্যা দিবস প্রসঙ্গে জেএমএম নেতার মন্তব্য, একমাত্র বিজেপির লোকেরাই জানেন, তাঁরা কী বলছেন আর কী বলছেন না। ওরা যা ভেবে থাকে যে, মানুষকে টাকা দিয়ে কেনা যায়। তা হয় না। গণতন্ত্রের এটাই একটা সুন্দর বিষয় যে, লোক প্রথমে সহ্য করে, তারপর যখন অসহ্য হয়ে ওঠে তখন তার ফল সামনে আসে।

বিজেপি বিচারব্যবস্থাকে অপদস্থ করছে বলে অভিযোগ তুলে হেমন্ত বলেন, কিছুদিন ধরে দেশজুড়ে কী চলছে তা আপনারা সকলে দেখতে পাচ্ছেন। ওরা বিচার ব্যবস্থাকে হাস্যস্পদ করে তুলেছে। তারপরেই এদিন হাসিমুখে প্রধানমন্ত্রীকে পুষ্পস্তবক তুলে দিয়ে কী বার্তা দিতে চলেছেন জেএমএম নেতা। অনেকের মতে, কেন্দ্রের কাছে রাজ্যে দাবিদাওয়া নিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

এদিকে, ঝাড়খণ্ডে জেএমএমের সঙ্গী রয়েছে কংগ্রেস এবং আরজেডি। বিধানসভা ভোটের আগে দল ভাঙানোর খেলায় শেষ কামড় দিতে পারে বিজেপি। এখন থেকে তলায় তলায় সেই তৎপরতা চলছে বলে শাসক জোটের অভিযোগ। তাই শনিবার কংগ্রেসকে শরিক হিসেবে ধরে রাখতে খোদ বকলমা দলনেত্রীর দরবারে হাজির হয়ে থাকতে পারেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত।


ভিডিও স্টোরি