অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও জয়রাম রমেশ
শেষ আপডেট: 13th June 2024 20:06
দ্য ওয়াল ব্যুরো: সদ্য সমাপ্ত লোকসভা ভোটে তমলুক কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
নির্বাচনের সময় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ বলেছিলেন, গান্ধী ও গডসের মধ্যে কাকে বেছে নেবেন তা বলতে পারেন না। এমনকী মহাত্মা গান্ধীকে কেন হত্যা করেছিলেন নাথুরাম গডসে, নেপথ্যে কী কারণ আছে, তা অনুসন্ধান করে দেখার প্রয়োজন আছে বলেও দাবি করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ।
সে সময় বিজেপি প্রার্থীর এই মন্তব্য নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছিল। তাঁর প্রার্থীপদ বাতিলের দাবিও জানিয়েছিল বিরোধীরা। সাংসদদের শপথের আগে এবার সেই প্রসঙ্গই মনে করালেন কংগ্রেসের বর্ষীয়ান সাধারণ সম্পাদক জয়রাম রমেশ।
এ ব্যাপারে টুইটে প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করে জয়রাম লিখেছেন, "মনে রাখবেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যিনি মহাত্মা গান্ধী এবং তাঁর হত্যাকারী নাথুরাম গডসের মধ্যে একজনকে বেছে নিতে পারেননি। ঠিক আছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন সংসদে তমলুকের সাংসদ হিসাবে শপথ নেবেন তখন অ-জৈবিক (নন বায়োলজিক্যাল) প্রধানমন্ত্রী তাঁকে উৎসাহ জোগাবেন!"
Remember the former Calcutta High Court Judge who when asked could not choose between Mahatma Gandhi and his killer Nathuram Godse. Well, the non-biological PM will be thumping his desk when Abhijit Gangopadhyay takes oath as Lok Sabha MP from Tamluk.
— Jairam Ramesh (@Jairam_Ramesh) June 13, 2024
What an insult to the…
একই সঙ্গে জয়রাম মনে করিয়েছেন, "৮০ বছর আগে ১৯৪৪ সালের ৬ জুলাই রেঙ্গুন থেকে একটি রেডিও সম্প্রচারে নেতাজি সুভাষ চন্দ্র বসু গান্ধীজিকে 'আমাদের জাতির পিতা' বলে সম্মানিত করেছিলেন, এটা তাঁর জন্যও কী অপমান!"
বর্ষীয়ান কংগ্রেস নেতা বোঝাতে চেয়েছেন, গান্ধীজিকে নিয়ে এই ধরনের মন্তব্য করার পরও অভিজিতের বিরুদ্ধে বিজেপি কোনও পদক্ষেপ নেয়নি অর্থাৎ মোদী এবং তাঁর দল কতটা দেশবিরোধী।
প্রসঙ্গত, ভোট প্রচারে মোদী নিজেকে ঈশ্বরের সন্তান হিসেবে দাবি করেছিলেন। বলেছিলেন, 'তাঁর বায়োলজিক্যাল জন্ম হয়নি। তিনি ঈশ্বরের পুত্র!" এদিন সেই প্রসঙ্গও টেনে এনে মোদীকে কটাক্ষ করেছেন জয়রাম।
এ ব্যাপারে বিজেপির প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। তবে জয়রামের টুইট ঘিরে রাজনৈতিক মহলের চর্চায় ফের উঠে এসেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।