শেষ আপডেট: 11th November 2024 01:50
দ্য ওয়াল ব্যুরো: ফের জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু এক সেনা জওয়ানের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও তিন জওয়ানকে। রবিবার সকাল থেকেই ফের অশান্ত উপত্যকা।
এদিন জম্মু ও কাশ্মীরের দুটি পৃথক জায়গায় জঙ্গিদের উপস্থিতি টের পায় বাহিনী। কিস্তওয়ারের পাশাপাশি শ্রীনগরের হারওয়ান এলাকাতে দিনভর জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলে। ঘটনায় কিস্তওয়ারেই জুনিয়র কমিশনড অফিসার (জেসিও)-র মৃত্যু হয়েছে বলে খবর।
সেনা সূত্রে খবর, স্পেশাল ফোর্সের নায়েব সুবেদার পদে কর্মরত ছিলেন রাকেশ রাকেশ কুমার নামে ওই জওয়ান। এদিন কিস্তওয়ারের ভরত রিজ এলাকায় কয়েকজন জঙ্গি আটকে থাকার খবর পেয়ে অভিযান চালান সেনা জওয়ানরা। কাছাকাছি পৌঁছতেই সেনাকে লক্ষ্য করে শুরু হয় গুলিবৃষ্টি। দুষ্কৃতীদের আচমকা আক্রমণেই স্পেশ্যাল ফোর্সের সদস্যদের এমন পরিণতি হয় বলে খবর।
সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস এক বিবৃতিতে জানিয়েছে রাকেশের এমন পরিণতিতে তাঁরা শোকাহত। এদিনের অপারেশনে গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে তাঁর। মৃতের পরিবারের পাশে আছি আমরা। এদিন কিস্তওয়ারে হানা দেয় ভারতীয় সেনা এবং ১১ রাষ্ট্রীয় রাইফেলস বাহিনী।
অন্যদিকে, এদিন শ্রীনগরের হারওয়ান এলাকাতেও সংঘর্ষ চলে বলে খবর। সকাল ৯টা থেকে সেখানেও গুলির লড়াই শুরু হয়। ওই এলাকায় কয়েক জন জঙ্গি গা ঢাকা দিয়ে আছে বলে গোপন সূত্রে জানতে পেরেছিল নিরাপত্তা বাহিনী। তার পরেই অভিযান চালানো হয়। সেখানে কোনও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।
গত কয়েক দিন ধরেই সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে অশান্ত কাশ্মীর। শনিবারই বারামুলায় এক জঙ্গিকে খতম করেছে বাহিনী। আরও জঙ্গির খোঁজে তল্লাশি অভিযান জারি রয়েছে।