শেষ আপডেট: 25th March 2024 15:31
দ্য ওয়াল ব্যুরো: 'লাগল যে দোল...'। দেশজুড়ে সোমবার পালিত হচ্ছে দোল উৎসব। বিভিন্ন রঙের ছোঁয়ায় চারিদিক রঙিন হয়ে উঠেছে। দেশের প্রতিটি ঘরে ঘরেই এদিন সকাল থেকে উৎসবের আমেজ। নানা রঙের আবির দিয়ে দোল উদযাপন চলছে। ভারতে থাকা জাপানি রাষ্ট্রদূতও এই উৎসব থেকে নিজেকে দূরে রাখতে পারেননি। তিনিও তাঁর স্ত্রীর সঙ্গে দোল খেলতে ব্যস্ত।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভারতের জাপানি রাষ্ট্রদূত হিরোসি সুজুকির দোল খেলার ভিডিও এবং ছবি। দেখা যাচ্ছে, তিনি তাঁর স্ত্রীর সঙ্গে দোল উৎসব পালন করছেন। একে অপরকে আবির মাখাচ্ছেন। সমস্ত ভারতবাসীর উদ্দেশে দোলের জন্য শুভেচ্ছাবার্তাও দিয়েছেন তাঁরা। ভিডিও দেখে সকলে বেশ আনন্দিত হয়েছে।
Happy Holi!! pic.twitter.com/fgQQxgl9EZ
— Hiroshi Suzuki, Ambassador of Japan (@HiroSuzukiAmbJP) March 24, 2024
২০২২ সালে ভারতে আসার পরই কার্যত এই দেশের প্রেমে পড়ে যান সুজুকি এবং তাঁর স্ত্রী। বিশেষ করে ভারতীয় খাবার তাঁদের ভীষণ পছন্দ। একাধিকবার তাঁদের ভারতীয় খাবার খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। শুধু তাই নয়, সুজুকি এও জানিয়েছেন, তাঁর এদেশের সংস্কৃতি, সিনেমা সবই খুব পছন্দ।