ক্ষুব্ধ যাত্রীরা বলেন, "কেন খাবেন না? সবার সামনে খান, তাহলে তো বুঝতে পারবেন এটা মানুষের খাবার না জানোয়ারের খাবার। এটা কি বিরিয়ানি? খেয়ে দেখুন!"
ভাইরাল ভিডিও।
শেষ আপডেট: 16 June 2025 15:36
দ্য ওয়াল ব্যুরো: বিমানে যাত্রীদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ নতুন নয়। অতীতে একাধিকবার এ নিয়ে যাত্রীদের তরফে বিভিন্ন বিমান সংস্থার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে। এবার একটি ভিডিওয় তেমনই ছবি ধরা পড়ল। ইতিমধ্যে ভাইরাল ভিডিও (Viral Video)।
হিন্দুস্তান টাইমস ও নবভারত টাইমসের প্রতিবেদন অনুসারে, ফ্লাইট দেরি করার ফলে পুনে বিমানবন্দরে স্পাইসজেটের তরফে যাত্রীদের খাবারের প্যাকেট দেওয়া হয়। সেই খাবারের মান নিয়েই ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা ( SpiceJet passengers)। এমনকি স্পাইসজেটের এক কর্মীকে আটকে সেই খাবার খেতে বাধ্যও করা হয়।
ভিডিওটি, দু'সপ্তাহেরও বেশি পুরনো। সম্প্রতি ওয়েক এমিনেন্ট নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে X-এ ২ মিনিট ৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ যদিও সংশ্লিষ্ট বিমান সংস্থার তরফে দাবি করা হয়েছে, ভিডিওটি ভুয়ো। এরকম কোনও ঘটনায় ঘটেনি।
হিন্দুস্তান টাইমস ও নবভারত টাইমসের প্রতিবেদন এবং ভাইরাল ভিডিও অনুসারে, সংশ্লিষ্ট বিমান সংস্থার এক কর্মীকে ঘিরে রয়েছেন যাত্রীরা। ২ মিনিট ৭ সেকেন্ডের ভিডিওয় বিমান কর্মীকে প্রথমে বলতে শোনা যায়, "না, না, এটা আপনাদের খাবার! আমি কেন খাব?" পাল্টা এক যাত্রী ওই বিমান কর্মীর দিকে খাবারের প্যাকেট এগিয়ে দিয়ে বলেন, "কেন খাবেন না? সবার সামনে খান, তাহলে তো বুঝতে পারবেন এটা মানুষের খাবার না জানোয়ারের খাবার। এটা কি বিরিয়ানি? খেয়ে দেখুন!"
এক চামচ খাবার খেয়েই মুখ ব্যাজার করতে দেখা যায় ওই বিমান কর্মীকে। এক যাত্রী জল বাড়িয়ে দেন, বলেন, "নিন জল খান, তারপর আবার খান, জানোয়ারের খাবার!"
Flight Delayed by 7 Hours, Passengers Serve Stale Food Back to Airline Manager pic.twitter.com/jwhppHBkol
— Woke Eminent (@WokePandemic) June 15, 2025
যাত্রীদের চাপের মুখে দ্বিতীয়বার ফের অল্প খাদ্য খেতে দেখা যায় ওই কর্মীকে। সংশ্লিষ্ট কর্মীর তখন 'ছেড়ে দে মা, কেঁদে বাঁচি' অবস্থা। খাবার না খেয়ে পালানোর চেষ্টা করেন ওই কর্মী। যাত্রীরা সাফ জানান, 'নয় এই খাবার তাঁকে খেতে হবে না হলে সকল যাত্রীর খাবারের ব্যবস্থা করতে হবে'। সংশ্লিষ্ট বিমান সংস্থার তরফে অবশ্য দাবি করা হয়েছে, এরকম কোনও ঘটনায় ঘটেনি।