শেষ আপডেট: 7th January 2025 13:49
দ্য ওয়াল ব্যুরো: সোমবার বিকেলে দীর্ঘ টালবাহানার পর নিঃশর্ত জামিনে মুক্তি পেয়েছিলেন। কিন্তু সে সুখ বেশিক্ষণ সাধ দিল না! সুরাতের আদালত থেকে ছাড়া পাওয়ার কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে ভর্তি করা হল জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরকে।
জানা গেছে, সোমবার রাতে আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয় পিকের। দেরি না করে ভোটকুশলীকে পটনার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও দুর্নীতির অভিযোগ তুলে তা বাতিলের দাবিতে গত ২ জানুয়ারি থেকে গান্ধী ময়দানে আমরণ অনশনে বসেছিলেন তিনি। সোমবার ভোরে সেখান থেকে তাঁকে তুলে নিয়ে যায় পুলিশ। এরপর বেলা ১২ টা নাগাদ পটনার সিভিল কোর্টে তোলা হয় পিকে-কে।
দীর্ঘক্ষণ সওয়াল জবাব শেষে আদালত ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে জামিন দেয় প্রশান্তকে। কিন্তু আচমকাই তাল কাটে আদালতের দেওয়া জামিনের শর্তে। সেই শর্তে সই করতে একেবারেই রাজি না হওয়ায় সোমবার রাতে তাঁর জেলে থাকার প্রবণতা বাড়তে থাকে। কিন্তু পরে বিনা শর্তে মুক্তি দেওয়া হয় ভোটকুশলী তথা জন সুরাজ পার্টির নেতার পিকেকে।
প্রশান্ত কিশোর দাবি করেন, তিনি কোনও অন্যায় করেননি। পরীক্ষার্থীদের পাশে থাকা ও ধর্নায়বসা তাঁর অধিকার। ভবিষ্যতে তিনি কোনও আন্দোলন করলেই পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারে এমন শর্ত বাদ দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানান তিনি। নিজের সিদ্ধান্তে অনড় থেকে তিনি পরিষ্কার জানিয়ে দেন, এই দাবি তাঁর পক্ষে মেনে নেওয়া অসম্ভব। সে কারণে তিনি তাতে সই করবেন না।
তিনি আরও জানান, এই শর্ত ছাড়া যদি জামিন পাওয়া যায় তবেই তিনি জামিন নেবেন নাহলে জেলে যেতে প্রস্তুত তিনি। পরে আদালত বিনা শর্তে জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতাকে জামিন দিলেও কিছুক্ষণ পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করা হয় ভোটকুশলীকে।