জম্মু-কাশ্মীরের পহেলগামে যে জঙ্গিরা হামলা করেছিল তাদের খোঁজ এখনও মেলেনি।
জঙ্গিদের ছবি দিয়ে এই পোস্টার দেওয়া হয়েছে
শেষ আপডেট: 13 May 2025 13:10
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগামে (Jammu Kashmir Pahalgam Attack) যে জঙ্গিরা হামলা করেছিল তাদের খোঁজ এখনও মেলেনি। ভারত পাকিস্তানের বিরুদ্ধে 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযান করেছে ঠিকই, কিন্তু পহেলগামের সন্ত্রাসবাদীরা এখন কোথায়, সে নিয়ে সরকার বা সেনার (Indian Army) তরফে কোনও তথ্য দেওয়া হয়নি। এবার সেই জঙ্গিদের ধরতে এলাকায় এলাকায় পোস্টার দিল জম্মু-কাশ্মীর পুলিশ (Jammu Kashmir Police)। তিন জঙ্গির ছবি প্রকাশ করে পোস্টার দেওয়া হয়েছে। পাশাপাশি জঙ্গিদের মাথার দাম রাখা হয়েছে ২০ লক্ষ টাকা।
যাদের ছবি দিয়ে পোস্টার দেওয়া হয়েছে তারা পহেলগাম কাণ্ডে জড়িত বলেই নিশ্চিত পুলিশ। সেই প্রেক্ষিতে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের সর্বত্র পোস্টার দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় সূত্রে খবর, দক্ষিণ কাশ্মীরের পাহাড় এবং জঙ্গলে তল্লাশি অভিযান জারি রেখেছে ভারতীয় সেনা। অনুমান করা হচ্ছে, ওই এলাকাতেই জঙ্গিরা লুকিয়ে থাকতে পারে। কিন্তু আদতে তারা কোথায়, সে ব্যাপারে এখনও কোনও তথ্য নেই কাশ্মীর পুলিশ বা সেনার কাছে।
পহেলগাম কাণ্ডের ২১ দিন পার হয়ে গেছে। ভারতীয় সেনা 'অপারেশন সিঁদুর' অভিযান করে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে। ১০০-র বেশি জঙ্গি নিকেশ হয়েছে বলেও দাবি। কিন্তু পহেলগাম কাণ্ডের মূল চার বা পাঁচ জঙ্গি কোথায়, তাদের কেন ধরা বা নিকেশ করা যায়নি, সেই প্রশ্ন উঠছে। বিগত কয়েকদিনে একাধিকবার ভারতীয় সেনার তরফে সাংবাদিক বৈঠক করা হয়েছে। কিন্তু ওই মূল হামলাকারীদের নিয়ে কোনও তথ্য দেওয়া হয়নি। অনেকের অনুমান, চুপচাপ জঙ্গি নিকেশের ছক করছে সেনা। তাই এই নিয়ে হয়তো বেশি কথা বলা হচ্ছে না।
সোমবারই পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট করে বলেছেন, 'অপারেশন সিঁদুর' বন্ধ হয়নি। তা স্থগিত হয়েছে মাত্র। পাকিস্তানের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখা হচ্ছে। ভারতের তিন বাহিনী সমরসজ্জায় প্রস্তুতও রয়েছে। দরকার পড়লেই ফের জবাব দেওয়া হবে। হুঁশিয়ারির সুরে মোদী এও বলেন, পাকিস্তানকে যদি বাঁচতে হয় তাহলে সবার আগে সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ করতে হবে। তাঁর সাফ বার্তা, পাকিস্তানের সঙ্গে কথা হলে এবার সন্ত্রাস এবং পাক অধিকৃত কাশ্মীর নিয়েই কথা হবে।