Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘নুন খেয়ে গুণ গাইতে হয়’, দাগিদের পক্ষ নিয়ে আদালতে রাজ্য, ক্ষোভে ফুঁসছেন চাকরিহারা মেহেবুবআঁধারঅভিসারিকা, আলােক-সন্ধানী সুচিত্রা সেনের আড়াল জীবনে একমাত্র আলো শ্রীশ্রী রামকৃষ্ণ শববাহী গাড়িতে মদ খেয়ে বেহুঁশ চালক আর খালাসি! উত্তরপাড়ার ছবি ভাইরাল হতেই শোরগোলনায়িকা বানানোর টোপ! ছবি তৈরির নামে নগ্ন করে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশের জালে দুই'এটা একটা সুন্দর অনুভূতি', সন্তান আগমনের খবরে আর কী বললেন রাজকুমার রাও?আলোর ঝলকানি আর শরীরে শুধু সাদা মনোকিনি, ফটোশুটে নজর কাড়লেন প্রজ্ঞা জয়সওয়ালএসএনইউ-তে স্বাস্থ্যবিজ্ঞান পাঠে নতুন শিক্ষা পদ্ধতি, কেন এই কোর্স সম্ভাবনাময়বর্ষাকাল শুরু হলেই পেটের সমস্যা সঙ্গী! কী করবেন, কোনটা এড়িয়ে চলবেন - পরামর্শ দিলেন চিকিৎসকবর্ষায় ইলিশের বাহার, কলকাতার সেরা পাঁচতারা হোটেলে শুরু 'হিলসা ফেস্টিভ্যাল', কবে কোথায়?এখন শুধু নেগেটিভ আর ন্যারেটিভ, পজিটিভটা কেউ বলে না! শিল্পান্নর উদ্বোধনে বললেন মমতা
Jammu Kashmir Pahalgam Terror Attack

‘ও মুসলিম নয়’, পরিচয় জেনে আমার স্বামীকে গুলি করল! পহেলগামে জঙ্গিদের হত্যালীলা

‘মুসলিম নয়’—এই কথা জেনেই এক পর্যটককে গুলি করে দেয় জঙ্গিরা।

‘ও মুসলিম নয়’, পরিচয় জেনে আমার স্বামীকে গুলি করল! পহেলগামে জঙ্গিদের হত্যালীলা

শেষ আপডেট: 22 April 2025 15:30

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের পাহালগামে জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) নতুন করে আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে। এক পর্যটকের দাবি, মুখোশধারী জঙ্গিরা প্রথমে তাঁদের ধর্ম জানতে চায়। ‘মুসলিম নয়’—এই কথা জেনেই এক পর্যটককে গুলি করে দেয় জঙ্গিরা। প্রত্যক্ষদর্শী ও আহতদের পরিবারের বর্ণনায় উঠে এসেছে, কীভাবে ধর্মীয় পরিচয় যাচাই করে পরিকল্পিতভাবে পর্যটকদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে (pahalgam)।

এই বর্বর ঘটনায় অন্তত ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। কর্ণাটক, গুজরাট, তামিলনাড়ু এবং ওড়িশা থেকে আসা বহু পর্যটক সেখানে ছিলেন। এক আহত পর্যটকের স্ত্রী জানান, তাঁর স্বামীকে গুলি করার আগে জঙ্গিরা জিজ্ঞেস করেছিল, তিনি মুসলিম কিনা। যখন তিনি হিন্দু বলে জানান, তখনই গুলি চালায় জঙ্গিরা।

জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার সহযোগী 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট' (The resistance Front - TRF) হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, অ-স্থানীয়দের হাতে উপত্যকার ডোমিসাইল যাওয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই তারা এই হামলা চালিয়েছে।

হামলার সময়ে উপস্থিত কর্ণাটকের পর্যটক পল্লবী জানান, “আমরা ঘোড়ায় চড়ে ‘মিনি সুইৎজারল্যান্ড’ ঘুরতে গিয়েছিলাম। মাত্র পাঁচ মিনিট আগে পৌঁছই। তখনই আমার স্বামী এক খাবারের দোকানে যান। হঠাৎ গুলি চলতে থাকে। পরে দেখি, ওঁকে গুলি করা হয়েছে।”(kashmir news)

এই হামলার (pahalgam terror attack today) পরে কেন্দ্রীয় সরকার উপত্যকায় হাই অ্যালার্ট জারি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনাকে কাপুরুষোচিত বলে উল্লেখ করেছেন এবং দোষীদের চরম শাস্তির আশ্বাস দিয়েছেন।(terrorist attack in kashmir)

কাশ্মীরের পর্যটনশিল্প যখন ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছিল, তখন এই ধরণের হামলা নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল বলেই মনে করা হচ্ছে।


ভিডিও স্টোরি