শেষ আপডেট: 27th July 2024 14:34
দ্য ওয়াল ব্যুরো: ডোডা জেলায় সক্রিয় তিন জঙ্গির স্কেচ প্রকাশ করল জম্মু-কাশ্মীর পুলিশ। তাদের খোঁজ দিতে পারলে ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। শনিবার স্কেচ প্রকাশ করে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ডোডা এবং ডেসরা এলাকায় এই তিনজন সক্রিয় রয়েছে। ডেসরার উরার বাগী এলাকায় সম্প্রতি জঙ্গি কার্যকলাপে এই তিনজন যুক্ত ছিল।
ডোডা জেলার পুলিশ জনসাধারণের কাছে এই তিনজনের গতিবিধি ও ডেরা সম্পর্কে কোনও খবর থাকলে জানাতে আর্জি রেখেছে। কোনও সূত্র জানাতে পারলে ৫ লক্ষ টাকা ইনামের কথাও ঘোষণা করেছে পুলিশ। তবে গোপনীয়তার কারণে এদের কারও নাম প্রকাশ করা হয়নি।
প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় পাক জঙ্গি ও সীমান্ত বাহিনীর যৌথ হামলায় এক ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে। মেজর পদমর্যাদার এক অফিসারসহ আরও ৪ জনকে গুলিতে ঘায়েল করেছে পাক জঙ্গিদল। এই সংঘর্ষে একজন পাক জঙ্গিকে খতম করা গিয়েছে বলে সেনা সূত্র জানিয়েছে।
শনিবার সকালে কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর আচমকা গুলি চালাতে শুরু করে পাক জঙ্গিরা। উত্তর কাশ্মীরের ত্রেহগাঁও সেক্টরের কুমকাডি ছাউনির কাছে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে। এই ঘটনায় পাকিস্তানি বর্ডার অ্যাকশন টিম বা ব্যাটের জওয়ানরা ছিল বলে অনুমান সেনাবাহিনীর চিনার কোর-এর।
প্রসঙ্গত, শুক্রবারই প্রধানমন্ত্রী মোদী কারগিলে গিয়ে বলেছিলেন, পাকিস্তানের ঘৃণ্য চক্রান্ত কোনওদিন সফল হবে না। একের পর এক হামলা চালিয়েও ভারতের কাছে হার মানতে হয়েছে। তাতেও ওদের উচিত শিক্ষা হয়নি। ওরা মারলে, আমরাও উচিত জবাব দেব। সেই হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই মোদীর ভাষণকে গুলিতে জবাব দিল পাকিস্তান।
সূত্রে আরও জানা গিয়েছে, প্রায় ৪০-৫০ জন পাক জঙ্গি কাশ্মীরের পাহাড়ি এলাকায় ঢুকে পড়েছে। এরা পাক সেনাবাহিনী দ্বারা প্রশিক্ষিত। তাছাড়াও এদের কাছে মার্কিন এম ফোর কার্বাইন রাইফেল, যাতে নাইট ভিসন যন্ত্র লাগানো আছে, এরকম অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আছে।