শেষ আপডেট: 16th September 2024 13:56
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা ভোটের ৪৮ ঘণ্টারও কম সময় বাকি। তার আগে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে ফের অশান্ত হয়ে উঠল জম্মু ও কাশ্মীর। একের পর এক জঙ্গি হামলায় রীতিমতো অশান্ত উপত্যকা। জঙ্গি দমনে ইতিমধ্যে ভূস্বর্গের একাধিক প্রান্তে চিরুনি তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই অভিযানেরই একটি হাড়হিম করা ভিডিও। যা মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভাইরাল ভিডিওতে নজর রাখলে দেখা যাচ্ছে, সেনার গুলি থেকে প্রাণে বাঁচতে রীতিমতো পালিয়ে বেড়াচ্ছে এক জঙ্গি। পরে তাকে ধাওয়া করেই খতম করে সেনা জওয়ানরা। জম্মু ও কাশ্মীরের বারামুলার রুদ্ধশ্বাস ভিডিও সামনে আসতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে।
সূত্রের খবর, শনিবার বারামুলায় সেনা ও জঙ্গিদের গুলির লড়াই চলে। রাতভর লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩ জঙ্গিকে খতম করা হয়। ইতিমধ্যে সেনা কর্তারা এই সাফল্যকে ‘উল্লেখযোগ্য’ বলে মন্তব্য করেছেন।
এবার ড্রোনের সাহায্যে তোলা শনিবারের অভিযানের একটি ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে জঙ্গি দমনে ভারতীয় সেনাদের নাছোড় মনোভাবের ছবি।
ড্রোন ক্যামেরায় তোলা ভিডিওতে আরও দেখা গিয়েছে, এক জঙ্গি একটি ঘরের ভিতর থেকে দৌড়ে এসে সামনেই একটি গাছের আড়ালে লুকোনোর চেষ্টা করছে। বিষয়টি নজরে আসতেই জঙ্গিকে লক্ষ্য করে অবিরাম গুলিবর্ষণ শুরু করে নিরাপত্তারক্ষীরা। নিজের প্রাণ বাঁচাতে ওই জঙ্গি দৌড় শুরু করলে কিছুক্ষণের মধ্যেই মুখ থুবড়ে পড়ে সে। এরপর নিরাপত্তারক্ষীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় জঙ্গি।
ঘটনা প্রসঙ্গে রাষ্ট্রীয় রাইফেলের কমান্ডার ব্রিগেডিয়ার সঞ্জয় কনৌথ জানান, ৩ জঙ্গিকে খতমের পাশাপাশি বিপুল অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।
শুক্রবার সন্ত্রাসবাদীদের গতিবিধি নজরে আসতেই উত্তর কাশ্মীরের বারামুলার পট্টন এলাকায় অভিযান চালায় সেনা। সেখানেই এক পরিত্যক্ত বাড়ি থেকে সেনাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে জঙ্গিদের বিরুদ্ধে।