শেষ আপডেট: 1st October 2024 07:04
দ্য ওয়াল ব্যুরো: আজ তৃতীয় দফায় ভোটগ্রহণ রয়েছে জম্মু ও কাশ্মীরে। মোট ৪০ টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। ভোট শুরু সকাল ৭টায়, শেষ হবে সন্ধ্যা ৭টা। নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে ৫০৬০ কেন্দ্রে মঙ্গলবার ভোটগ্রহণ হবে।
কমিশনের দেওয়া তথ্য বলছে, শেষ দফায় মোট ভোটারের সংখ্যা প্রায় ৪০ লক্ষ। মোট প্রার্থী ৪০৫ জন। পাশাপাশি জম্মু ডিভিশনের ২৪ এবং কাশ্মীরের ১৬টি আসনে ভোটাভুটি হবে।
জম্মু ডিভিশনের জম্মু জেলার ১১টি আসন, কাঠুয়ার ৬টি আসন, উধমপুরের ৪টি ও সাম্বার ৩টি আসনে ভোট হবে। অন্যদিকে কাশ্মীর ডিভিশনের বারামুলার ৭টি, কুপওয়ারার ৬টি ও বান্দিপোরার ৩টি আসনে ভোট হবে।
১০ বছর পর কাশ্মীরে বিধানসভা ভোট হচ্ছে। ১৮ সেপ্টেম্বর প্রথম দফায় মোট ৯০টি আসনের মধ্যে ২৪টিতে ভোট হয়েছিল। ২৫ তারিখে হয়েছিল দ্বিতীয় দফার ভোট। সেখানে ২৬টি আসনে ভোটাভুটি হয়েছিল। ভোটের ফলাফল জানা যাবে ৮ অক্টোবরে।
প্রসঙ্গত, আজ যে প্রার্থীরা ভোটের ময়দানে রয়েছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য পিপলস কনফারেন্স প্রধান ও প্রাক্তন মন্ত্রী সাজ্জাদ লোন, প্যান্থারস পার্টির সভাপতি দেব সিং এবং কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী চৌধরী লাল সিং।