Date : 11th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Uttarakhand Chopper Crash

১৪ বছর পর বাবা হয়েছিলেন, ক'দিন বাড়িতে কাটিয়ে কাজে ফিরতেই কপ্টার দুর্ঘটনায় মৃত্যু রাজবীরের

রোববার সকালে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে কপ্টার ভেঙে (Chopper Crash News) পড়ে মৃত্যু হল লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) রাজবীর সিং চৌহানের (Rajveer Singh Chauhan)।

১৪ বছর পর বাবা হয়েছিলেন, ক'দিন বাড়িতে কাটিয়ে কাজে ফিরতেই কপ্টার দুর্ঘটনায় মৃত্যু রাজবীরের

দুর্ঘটনায় মৃত্যু রাজবীরের

শেষ আপডেট: 15 June 2025 14:29

দ্য ওয়াল ব্যুরো: চার মাস আগে বাবা হয়েছিলেন তিনি। দীর্ঘ ১৪ বছরের দাম্পত্যে অবশেষে আলো ফুটেছিল সংসারে, এসেছিল যমজ সন্তান। তাদের জন্য রাজস্থানের ঐতিহ্যবাহী জলওয়া পূজন অনুষ্ঠানেরও পরিকল্পনা করে রাখা হয়েছিল। তারিখ ঠিক হয়—৩০ জুন। কিন্তু সেই আচার-অনুষ্ঠান আর হল না। তার আগেই সব শেষ। রোববার সকালে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে কপ্টার ভেঙে (Chopper Crash News) পড়ে মৃত্যু হল লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) রাজবীর সিং চৌহানের (Rajveer Singh Chauhan)।

মাত্র ৩৭ বছর বয়সেই থেমে গিয়েছে এই অদম্য যোদ্ধার জীবন। কেদারনাথ (Kedarnath) থেকে গুপ্তকাশী (Guptakashi) যাওয়ার পথে পাহাড়ের উপর ভেঙে পড়ে হেলিকপ্টারটি (Chopper Crash)। মৃত্যু হয় রাজবীর-সহ আরও ছ’জন তীর্থযাত্রীর। কপ্টারে ছিল ২৩ মাসের এক শিশুও।

রাজবীরের বাবা গোবিন্দ চৌহান জানিয়েছেন, “১৪ বছর পর বাবা হয়েছিল আমার ছেলে। কী আনন্দে ভরে উঠেছিল ওর মুখ! যমজ ছেলে-মেয়ের জন্য জলওয়া পূজনের তোড়জোড় শুরু হয়েছিল। কিন্তু এখন... সব শেষ হয়ে গেল।”

রাজবীর গত অক্টোবরে বায়ুসেনা থেকে অবসর নিয়ে একটি বেসরকারি কপ্টার সংস্থায় পাইলট হিসেবে কাজ শুরু করেন। কিছুদিন আগেই পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আবার কাজে যোগ দেন দেরাদুনে।

দুর্ঘটনায় প্রাণ গিয়েছে আরও ছয় তীর্থযাত্রীর—

রাজকুমার সুরেশ জয়সওয়াল (৪১)
শ্রদ্ধা জয়সওয়াল (৩৫)
কাশী (২৩ মাস) —উপরের দু’জনের সন্তান
(তিনজনই মহারাষ্ট্রের বাসিন্দা)

বিক্রম (৪৬), রুদ্রপ্রয়াগ
বিনোদ দেব (৬৬), বিজনৌর, উত্তরপ্রদেশ
তুষ্টি সিং (২৯), বিজনৌর, উত্তরপ্রদেশ

দুর্ভাগ্যজনকভাবে, চলতি মরসুমে চারধাম যাত্রার রুটে এটিই পঞ্চম কপ্টার দুর্ঘটনা। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ও কেন্দ্রীয় মন্ত্রী কর্নেল রাজ্যবর্ধন সিং চৌহান রাজবীরের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে বলেছেন, এমন এক তরতাজা প্রাণের এভাবে চলে যাওয়া শুধু ব্যক্তিগত ক্ষতিই নয়, এক অপূরণীয় জাতীয় শোকও।

রাজবীর কেবল একজন দক্ষ পাইলটই ছিলেন না, ভারতীয় সেনাবাহিনীর অভিজ্ঞ প্রাক্তন অফিসারও ছিলেন। তাঁর লিঙ্কডইন প্রোফাইলের তথ্য বলছে, সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় তিনি দেশের নানা প্রান্তে, বিভিন্ন ভৌগলিক পরিবেশে  বিমান অভিযানের অংশ থেকেছেন। শুধু হেলিকপ্টার ওড়ানোই নয়, বিভিন্ন ধরনের কপ্টারের রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত বিষয়েও তাঁর বিশেষ প্রশিক্ষণ ছিল।

এই অভিজ্ঞতা তাঁকে পাহাড়ি অঞ্চলে, বিশেষত চারধাম যাত্রার মতো চ্যালেঞ্জিং রুটে অত্যন্ত নির্ভরযোগ্য করে তুলেছিল। কিন্তু এত অভিজ্ঞতার পরও, নিয়তি যে কী ভয়ানক পরিহাস করতে পারে, তা শনিবার সকালের দুর্ঘটনাই আবার প্রমাণ হয়ে গেল।


ভিডিও স্টোরি