শেষ আপডেট: 30th December 2023 17:13
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে অযোধ্যায় নতুন আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর খানিক পরেই দিল্লির উদ্দেশে উড়ে যায় প্রথম বাণিজ্যিক বিমানটি।
শবিবার দুপুরবেলায় দিল্লি অভিমুখে উড়ে যাওয়া ইন্ডিগোর বিমানটির পাইলট ছিলেন ক্যাপ্টেন আশুতোষ শেখর। বিমান বন্দর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত ছিলেন আশুতোষ ও তাঁর বাবা-মা মুক্তেশ্বর ও মধুরানী সিং।
বিমান ছাড়ার আগে আশুতোষ যাত্রীদের সামনে এসে নিজের পরিচয় দিয়ে বলেন, আমি ভাগ্যবান যে অযোধ্যা থেকে প্রথম বিমানটি নিয়ে আমি উড়ব। আপনাদের অনেক শুভেচ্ছা। জয় শ্রীরাম। সঙ্গে সঙ্গে অনেক যাত্রীও তাতে গলা মেলান। অযোধ্যা থেকে পরবর্তী বিমানগুলিতেও পাইলট, এয়ার হস্টেজদের মুখে জয় শ্রীরাম শোনা যাবে কি না তা এখনও স্পষ্ট নয়। জয় শ্রীরাম বিজেপির রাজনৈতিক স্লোগান। অযোধ্যা-সহ উত্তর ভারতের বাসিন্দারা সাধারণ কথায়, ‘রাম রাম’, ‘সিয়ারাম’ শব্দ ব্যবহার করে থাকেন।
অযোধ্যা প্রথম দিন থেকেই আন্তর্জাতিক বিমান বন্দরের মর্যাদা পেল। ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন একশোটি বিমান ওঠানামা করবে ওই বিমান বন্দর থেকে। ওতগুলি বিমানকে সেখানে রাখার সমস্যা হবে। তাই বেশ কিছু বিমান এলাহাবাদ, লখনউ, কানপুর বিমানবন্দরে নিয়ে রাখা হবে।