শেষ আপডেট: 8th September 2024 12:59
দ্য ওয়াল ব্যুরো: নেকড়ে আতঙ্কে জেরবার যোগী রাজ্য। উত্তরপ্রদেশের একাধিক জেলায় একের পর এক নেকড়ে হামলায় ঘুম উড়েছে সাধারণ মানুষের। তারই মধ্যে এবার আরও এক নতুন আতঙ্ক তৈরি হয়েছে শেয়াল নিয়ে। একাধিক বাড়িতে ঢুকে হামলা চালাল শেয়ালের দল। এতে গুরুতর আহত ৫ শিশু-সহ ৭ জন।
সূত্রের খবর, উত্তরপ্রদেশের পিলভিট জেলার দুই গ্রামে চুপিসারে হামলা চালায় শেয়ালের দল। সেই খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ ও বন দফতরের কর্মীরা। শেয়ালের খোঁজে তল্লাশি শুরু করেন তাঁরা।
স্থানীয়দের মতে, জাহানাবাদ এলাকার সুস্বর ও পানসোলি গ্রামের শিশুরা বাড়ির বাইরে খেলছিল। ঠিক সেই সময় শিয়ালরা তাদের আক্রমণ করে। কিছু মানুষ শিশুদের রক্ষা করতে ছুটে এলে, তাদের ওপরও হামলা চালায়। এতে গুরুতর আহত হয়েছে মোট ১২জন। আক্রান্ত ব্যক্তিদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল ইনচার্জ বলেন, 'শেয়ালের কামড়ে ১২ জন আহত হয়েছেন। সবাইকে চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়েছে।'
এর আগে, বৃহস্পতিবার রাতে বাহরাইচ শহরের কোতোয়ালি এলাকায় নেকড়ের হামলায় আহত হয়েছিল এক দশ বছরের বালক। তার চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে এলে নেকড়েটি পালিয়ে যায়। মোট ৬টি নেকড়ে ছিল বলেই জানা গিয়েছে। দুই মানুষখেকো নেকড়ে এখনও দাপিয়ে বেড়াচ্ছে উত্তর প্রদেশের সেই অঞ্চলে। ৪টি নেকড়ে ধরা পড়লেও, দুই নেকড়েকে এখনও ধরতে পারেনি বন দফতর।