শেষ আপডেট: 10th September 2024 20:24
দ্য ওয়াল ব্যুরো: মানুষখেকো নেকড়ের পর এবার শিয়ালের তাণ্ডব! আতঙ্কে সূর্যাস্তের পর ঘরের বাইরে পা রাখার সাহস পাচ্ছেন না বাসিন্দারা। মধ্যপ্রদেশের শিহোর জেলার ঘটনা।
গত শুক্রবার গভীর রাতে মধ্যপ্রদেশের খাণ্ডোয়া জেলার একাধিক গ্রামে দাপিয়ে বেড়িয়েছিল একটি নেকড়ে। তার তাণ্ডবে ৫ জন জখম হয়েছিলেন। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার শিয়ালের দাপাদাপিতে আতঙ্ক ছড়িয়েছে শিহোর জেলার বাসিন্দাদের মধ্যে।
স্থানীয় সূত্রে খবর, সোমবার সন্ধেয় লোকালয়ে ঢুকে হামলা চালায় শিয়ালটি। তাতে দু’জন গুরুতর আহত হয়েছেন। আহতদের নাম শ্যাম যাদব ও নর্মদা যাদব। তাঁদের নর্মদাপুরম জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, দুজনের শরীরের একাধিক জায়গায় কামড় বসিয়েছে শিয়ালটি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাস্তার পাশে বসে গল্প করছিলেন দুই ব্যক্তি। সেখানেই হামলা চালায় শিয়ালটি। সন্ধে হয়ে যাওয়ার কারণে প্রথমে হামলাকারী 'কে', সেটি বুঝতে পারেননি তাঁরা। পরে টর্চের আলোয় শিয়ালকে দেখতে পান।
লাঠিসোঁটা নিয়ে শিয়ালের উপর চড়াও হতেই বাধে গন্ডগোল। লাঠির আঘাতে পাল্টা ওই দুজনের উপরই হামলা চালায় শিয়াল। যদিও কিছুক্ষণের মধ্যে পাল্টা আঘাতে শিয়ালটি জঙ্গলে পালিয়ে যায়।
ঘটনার জেরে এলাকার বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে তীব্র আতঙ্ক। সন্ধের আগেই বাড়ি ফিরছেন সকলে। কার্যত ঘরবন্দি সকলে। তাঁদের কথায়, "আবার যদি হামলা চালায়!" পরিস্থিতি সামলাতে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। বন দফতরের কর্মীরা, শিয়ালের খোঁজে তল্লাশি শুরু করেছেন।